নিউদিল্লি : সোমবার রেকর্ড গড়ল ভারত। একদিনে ৮০ লক্ষ করোনার টিকা দেওয়া হল। কেন্দ্রের নতুন কোভিড টিকা নীতির প্রথম দিনেই এই পরিসংখ্যান সামনে এল। এদিনের টিকা দেওয়ার রেকর্ড নম্বরে খুশি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মোট ৮০ লক্ষ টিকা দেওয়া হল। এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। সরকারি কোউইন অ্যাপে স্পষ্ট, সোমবার রাত ৮টা পর্যন্ত মোট ৮০ লক্ষ ৯৬ হাজার ৪১৭ টি টিকা দেওয়া হয়েছে। এর আগে গত ২ এপ্রিল ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ টি টিকা দেওয়া হয়। সোমবারের আগে পর্যন্ত যা ছিল সর্বাধিক। এক ট্যুইটার বার্তায় মোদি বলেন, ‘কোভিডের মোকাবিলায় টিকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। টিকা প্রাপকদের অভিনন্দন ও কোভিড ফ্রন্ট লাইনার যোদ্ধারা, যাঁরা কঠোর পরিশ্রম করেছেন যাতে বহু নাগরিক টিকা পেয়েছেন, তাঁদের জন্য শ্রদ্ধা। খুব ভালো করেছ ভারত।’
সোমবার থেকে কেন্দ্র ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বিনামূল্যে টিকা দেওয়ার নীতি চালু করেছে। এক মাসের আগের নীতি থেকে এই নীতি ঠিক বিপরীত। এছাড়া কেন্দ্র টিকা প্রস্তুতকারী সংস্থাগুলির থেকে ৭৫ শতাংশ টিকা কেনার প্রক্রিয়াও চালু করেছে। যার মধ্যে ২৫ শতাংশ রাজ্যগুলিকে দেওয়া হবে। বাকি ২৫ শতাংশ বেসরকারি হাসপাতালগুলিকে দেওয়া হবে।
সোমবার থেকেই চালু হল সম্পূর্ণ বিনামূল্যে টিকাকরণের কেন্দ্রীয় নীতি। এতে দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও যুবক সম্প্রদায় উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
Read more : কোউইন তথ্য হ্যাক ?
এর আগে এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবার নিজেদের টিকাকরণের জন্য অঙ্গীকার করা উচিত। আমরা সবাই মিলে কোভিড-১৯ কে হারাব।’