ওয়েব ডেস্ক: গণতন্ত্র আসলে মুখোশ, সেই মুখোশের আড়ালে সন্ত্রাসে সর্বতোভাবে মদত দেয় পাকিস্তান (Pakistan)। পহেলগাম কাণ্ডের (Pahalgam Incident) পর আর বরদাস্ত করছে না ভারত (India), বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে নেমে পড়েছে। শাসক, বিরোধী, নির্দল, সব দলের সংসদ সদস্যদের মিলিয়ে গঠন করা হয়েছে ৫৯ সদস্যের প্রতিনিধি দল। এই ৫৯ জনকে সাতটি দলে ভাগ করা হয়েছে। তাঁরা এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের ৩২টি দেশে গিয়ে ভারতের বক্তব্য পেশ করবেন।
বিরোধী দলগুলির নেতাদের মধ্যে রয়েছেন শশী থারুর (কংগ্রেস) এবং সুপ্রিয়া সুলে (শরদ পওয়ারের এনসিপি গোষ্ঠী। থারুর (Shashi Tharoor) নেতৃত্ব দেবেন আমেরিকা, ব্রাজিল, কলম্বিয়া, পানামা এবং গায়ানায়। সুলের (Supriya Sule) নেতৃত্বাধীন দল যাবে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। অ-বিজেপি দলের থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আরও দু’জন— ডিএমকে-র কানিমোঝি এবং জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝা।
আরও পড়ুন: পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার যুবক
কোন দল কোন কোন দেশে যাচ্ছে:
১) বিজেপির বৈজয়ন্ত পাণ্ডার (Vaijayant Panda) নেতৃত্বাধীন দল যাবে সৌদি আরব, কয়েত, বাহরিন এবং আলজেরিয়া।
২) বিজেপির রবিশঙ্কর প্রসাদের (Ravi Shankar Prasad) দল যাবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়ন।
৩) জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝারা যাচ্ছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর।
৪) শিবসেনার শ্রীকান্ত শিন্ডের দল যাবে সংযুক্ত আরব আমিরশাহি, লাইবেরিয়া ডিআর কঙ্গো এবং সিয়েরা লিয়ন।
৫) শশী থারুররা যাচ্ছেন আমেরিকা, ব্রাজিল, কলম্বিয়া, পানামা এবং গায়ানায়।
৬) কানিমোঝির দল যাচ্ছে স্পেন, গ্রিস, লাটভিয়া, স্লোভেনিয়া এবং রাশিয়া।
৭) সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন দলের গন্তব্য মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
দেখুন অন্য খবর: