নয়াদিল্লি: ফের চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। ইতিমধ্যেই দুই রাজ্যে একাধিক আক্রান্তের মৃত্যুও হয়েছে। স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে ওড়িশায় (Odisha) মৃত্যু হয়েছে ৫ জনের। অন্যদিকে, হিমাচল প্রদেশের সিমলাতেও (Simla) কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও অবধি ২৯৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে।
ওড়িশার বরগড় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাধু চরণ দাস জানান, রাজ্যে স্ক্রাব টাইফাস সংক্রমণে পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্তরা সকলেই বরগড় জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুইজন সোহেলা ব্লকের বাসিন্দা ও বাকি তিনজন আট্টাবিরা, ভেদেন ও বারপালির বাসিন্দা। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে মোট ১৪২টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে চারজনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তরা সকলেই চিকিৎসাধীন এবং তারা সুস্থ রয়েছেন।
আরও পড়ুন:কেরলে বাড়ছে নিপা আতঙ্ক, আক্রান্ত ৫
স্ক্রাব টাইফাস কী?
একধরনের পোকার কামড় থেকেই এই সংক্রমণ ছড়ায়। মূলত গাছপালা, ঝোপঝাড়ে এই পোকা থাকে। এছাড়া ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালির গায়েও এই পোকা থাকে। বেশ কিছু ক্ষেত্রে রোগীর শরীরে পোকা কামড়ানোর দাগ পাওয়া যায়। দাগটা খানিকটা সিগারেটের ছ্যাকার মতো হয়। এগুলিকে বলে এসকার। যা দেখেই সাধারণত রোগ শনাক্ত করা হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিইন এই রোগের অন্যতম ওষুধ। এই রোগের মূল লক্ষণগুলি জেনে নিন-
১) তীব্র মাথা ব্যথা
২) অত্যধিক জ্বর
৩) গা-হাত-পায়ে ব্যথা
৪) সর্দি-কাশি, গলা ব্যথা
৫) পিঠে ও বুকে র্যাশ যা ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ে
৬) পেটের সমস্যা
৭) চোখ লাল হয়ে যায়
৮) শরীরের লসিকাগ্রন্থিগুলি ফুলতে শুরু করে
৯) সঠিক সময়ে চিকিৎসা না হলে অঙ্গপ্রতঙ্গ কাজ বন্ধ করে দিতে পারে এবং মৃত্যুও হয়।