আজমের : রবিবার রাজস্থানে ছিল শিক্ষক নিয়োগের প্রবেশিকা পরীক্ষা৷ আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশ্নপত্র ফাঁসের মত ভুয়ো খবর যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য সারা রাজ্যের ইন্টারনেট বন্ধ রাখা হয় এই দিন। কিন্তু তাই বলে পরীক্ষায় নকল করা আটকে থাকবে কেন ? ব্লুটুথ লাগানো জুতো পরে পরীক্ষা হলে ঢুকেছিলেন এক পরীক্ষার্থী। তাকে গ্রেফতার করে পুলিশ।
রাজস্থানে এবারে প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্স বা REET পরীক্ষা দেন। রবিবার প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে নকল করতে গিয়ে গ্রেফতার হলেন ৫ পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে কিষাণগড়ের পরীক্ষা কেন্দ্রে। নকল করার অভিনব পদ্ধতি দেখে হতবাক পুলিশ। তারা জানিয়েছে, পরীক্ষার্থীরা জুতোর মধ্যে ব্লুটুথ লাগিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। প্রথমে বুঝতে না পারলেও পরে পুলিশের সন্দেহ হতে তল্লাশি চালায় পুলিশ।
তখন জুতোর ভেতর থেকে পাওয়া যায় ব্লুটুথ। অভিযুক্ত ওই পরীক্ষার্থীর কাছ থেকে পুলিশ আরও ৪ জন পরীক্ষার্থীর নাম জানতে পারে যাদের বিকান, সীকর, প্রতাপগড়, যোধপুরের পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে পুলিশ। পুলিশ অফিসার রতনলাল ভারগাভ জানান, জুতোর মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসেছিলে ওই পরীক্ষার্থী। তার কানে একটা যন্ত্র লাগানো ছিল। সম্ভবত পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে তাকে কেউ সাহায্য করছিল বলেই পুলিশের অনুমান।
আরও পড়ুন : শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে রাজস্থানে বন্ধ ইন্টারনেট, ব্যবসায়ে ক্ষতি ১০০ কোটি
পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, খুব বুদ্ধি করে বানানো হয়েছে এই ব্লুটুথ লাগানো জুতো। সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে, প্রায় ৬ লক্ষ টাকার বিনিময় পরীক্ষার্থীরা এই জুতো কিনেছিল। আজমিরের পুলিশ অফিসার জগদিশ চন্দ্র শর্মা জানান, জুতোর ভেতরে ব্লুটুথ থাকা বেশ কয়েকজন পরীক্ষা দিচ্ছে এবং তাদের সকলের সঙ্গেই সকলের যোগাযোগ আছে। এরপরই পুলিশের তরফে জুতো পড়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজস্থানে সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য রিট পরীক্ষায় পাস করতে হয়। এবছরের শিক্ষক নিয়োগের পরীক্ষায় পদের সংখ্যা ছিল ৩১ হাজার। রবিবার পরীক্ষা দিয়েছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী।