নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় ফের তলব দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানো হয়। এই নিয়ে চতুর্থ নোটিস পাঠানো হল তাঁকে। আগামী ১৮ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
এর আগে তিনবার ইডির তলবে হাজিরা না দেওয়ায় আপ প্রধানকে গ্রেফতার করা হতে পারে বলে দলের নেতারা প্রচার চালাচ্ছিলেন। কেজরিওয়ালের বাড়িতে ইডি ঢুকতে পারে এই আশঙ্কায় সকাল থেকে সেখানে জড়ো হয়েছিল দলের নেতা-কর্মীরা। ইডি-হাজিরায় না যাওয়ায় কেজরিওয়াল ও তাঁর দলকে তীব্রভাবে বিঁধতে শুরু করে বিজেপি। আগামী ১৮ জানুয়ারি তিনি হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।
আরও পড়ুন: ১৪ ঘণ্টা ইডির ম্যারাথন তল্লাশির পর কী বললেন দমকলমন্ত্রী সুজিত!
কেজরি ও তাঁর দলেরও মূল অভিযোগ, তিনি যাতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রচার না করতে পারেন, তার জন্যই গ্রেফতারির পরিকল্পনা করেছে বিজেপি। যদিও এই বিতর্কের মধ্যেই আগামী ৬ তারিখ তিনি তিনদিনের গুজরাত সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, দিল্লি আবগারি নীতি মামলায় কোনও দুর্নীতি হয়নি। যদি দুর্নীতি হয়েই থাকে, তাহলে সেই টাকা গেল কোথায়? প্রশ্ন তোলেন তিনি। আসলে গ্রেফতার করে প্রচার থেকে দূরে রাখার ফন্দি বিজেপির।
দেখুন আরও অন্যান্য় খবর: