শ্রীনগর: কাশ্মীরে নতুন আতঙ্কের নাম ড্রোন৷ ফের সেনা ছাউনির কাছে আকাশে চক্কর কাটতে দেখা গেল একাধিক ড্রোনকে৷ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার ঘটনা৷ যদিও বেশিক্ষণ আকাশে দেখা যায়নি ড্রোনগুলিকে৷ কিন্তু সন্দেহজনক উড়ন্ত যান দেখার পরই জারি হয়েছে সতর্কতা৷
আরও পড়ুন: ভারত থেকে ‘লুঠ’ করা ১৪ টি শিল্প নিদর্শন ফিরিয়ে দেবে অস্ট্রেলিয়া
রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাম্বার সেনা ছাউনির কাছে ড্রোন উড়তে দেখা যায়৷ কর্তব্যরত এক পুলিশকর্মীর নজরে পড়ে ড্রোনগুলি৷ সঙ্গে সঙ্গে তিনি সতর্ক করেন সেনাবাহিনীকে৷ যদিও গুলি করে ড্রোনগুলিকে নামানো হয়নি৷ সেনাবাহিনী সূত্রে খবর, ড্রোনগুলি অনেক উঁচুতে ছিল৷ তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ কোন পথে ড্রোনগুলি এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷ পাকিস্তান সীমান্ত পেরিয়ে ড্রোনগুলি ভারতে ঢুকে পড়েছিল কিনা তা জানার চেষ্টা করছে সেনাবাহিনী৷
আরও পড়ুন: যোগী পুলিশকে নিরপেক্ষ পদক্ষেপের নির্দেশ অমিত শাহের
গত কয়েকমাসে আন্তর্জাতিক সীমান্তের ধারে ড্রোনের আনাগোনা বেড়ে গিয়েছে৷ জুন মাসের শেষে ড্রোনের সাহায্যে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তার পর থেকে বহুবার উড়ন্ত যান দেখা গিয়েছে কাশ্মীরের আকাশে৷ বহু ক্ষেত্রে ড্রোনগুলি সেনাছাউনির কাছেই দেখা গিয়েছে৷ জম্মু ও কাশ্মীরে অস্থিরতা জঙ্গিদের নতুন ‘অস্ত্র’ ড্রোন৷ এর সাহায্যে সীমান্তের ওপার থেকে মাদক, অস্ত্র ও টাকা পাচারের মতো অনৈতিক কাজগুলো করছে জঙ্গি সংগঠনগুলি৷ বিস্ফোরণ ঘটাতেও এখন তারা ড্রোন ব্যবহার করছে৷