উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে শোরুমে বিধ্বংসী অগ্নিকান্ড (Fire)। ঘটনাস্থলে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিন জনের। আর এক জনকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসি জেলায়। তবে কি কারণে আগুন লাগল তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে ঝাঁসি জেলার সিপরি বাজার এলাকার ওই বিল্ডিংয়ে আগুন লাগে। বিল্ডিংয়ের প্রথম তলে যে ইলেকট্রনিক শোরুম ছিল, সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। নিমেষেই শোরুমে থাকা টিভি, ফ্রিজ সহ অন্যান্য় ইলেকট্রনিক বস্তুও পুড়তে থাকে। ছোটখাটো বিস্ফোরণও হয়। ওই সময়ে বিল্ডিংয়ের অধিকাংশ দোকান-পাটই খোলা ছিল। ফলে বহু মানুষ ভিতরে আটকে পড়েন। ওই ইলেকট্রনিক্সের দোকানের পাশেই আরও একটি ইলেকট্রনিক্স পণ্যেরই দোকান ছিল। তাতেও আগুন লেগে যায়। পুড়ে যায় ভিতরে রাখা সমস্ত জিনিস। ওই দুই শোরুমের মোট তিনজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। দোতলা, তিনতলাতেও আগুন ছড়িয়ে পড়ে। চারতলায় আগুনে পুড়ে মারা যান রাগিনী রাজপুত নামক এক মহিলা।
আরও পড়ুন:Kolkata Fire | ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মেটিয়াবুরুজের একাধিক কাপড়ের দোকান
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তারা আগুন নেভানো এবং আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজে হাত লাগায় পুলিশও। টানা ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর। কী ভাবে আগুন লাগল, কে বা কারা এর নেপথ্যে দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। ঝাঁসির জেলাশাসক রবীন্দ্র কুমার এই ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।