শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গির সংঘর্ষে মৃত্যু হল বেশ কয়েকজন সেনা জওয়ানের। বুধবার রাজৌরির বাজিমালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনার দুই অফিসার এবং এক জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক জওয়ান।
এদিন সন্ধ্যায় ওই এলাকায় জঙ্গলে দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর আটকে পড়েছে অন্তত দু’জন জঙ্গি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা যাতে পালাতে না পারে, তা নিশ্চিত করতে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
সেনা সূত্রে খবর, জঙ্গলে তল্লাশি চলাকালীন জঙ্গিরা হঠাৎ অস্ত্র এবং গ্রেনেড লঞ্চার নিয়ে হামলা চালায়। গুলির লড়াইয়ে নিহত হন সেনার ক্যাপ্টেন পদমর্যাদার এক অফিসার এবং এক জওয়ান। গুলিবিদ্ধ আর এক অফিসার এবং জওয়ানকে উদ্ধার করে রাজৌরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মৃত্যু হয় ক্যাপ্টেন পদমর্যাদার ওই অফিসারের।