ওয়েব ডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সঙ্গে সাক্ষাৎ মাওবাদী শান্তি সমন্বয় কমিটির। ঘটনাকে কেন্দ্র করে বৈঠকে তীব্র নিন্দা বিজেপি নেতা (BJP) অমিত মালব্যের (Amit Malabya)। অপারেশন কাগারে মাওবাদী দমনে জীবন বাজি রাখছেন জওয়ানরা। আর বিদ্রোহীদের কার্যত উস্কানি দিচ্ছেন রাহুল গান্ধী, বলে কটাক্ষ অমিতের। এদিন বৈঠকে রাহুলের তীব্র নিন্দা করেন তিনি।
কেন্দ্রীয় সরকার ভারতকে নকশালমুক্ত করতে বদ্ধ পরিকর। এই আবহে দেশের অন্যতম বিরোধী দলনেতা মাওবাদীদের প্রতি সহানুভুতিশীল বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। তিনি আরও অভিযোগ করেছেন, মাওবাদীদের যারা মদত দেন তাঁদের সঙ্গে ওঠাবসা করেন রাহুল।
আরও পড়ুন: কেদারনাথে আছড়ে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, দেখুন কি অবস্থা
বিজেপি নেতার আরও বক্তব্য, অপারেশন কাগার যেখানে মাওয়িস্ট ক্যাডারদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করিয়েছে। যেখানে মাওবাদীদের তরফ থেকে একের পর এক শান্তিবার্তা দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী নকশালদের সঙ্গে সাক্ষাৎ করছেন!
তাঁর আরও দাবি, তেলেঙ্গানা সরকার যেন সংঘর্ষবিরতির জন্য চাপ দেন এবং শান্তিপূর্ণ আলোচনা করে। এই শান্তি আলোচনার তেলেঙ্গানা সরকারকে একাধিকবার বার্তা দিয়েছে কেন্দ্র। এমতাঅবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ না করে সাক্ষাৎ চলছে পুরোদমে? চলছে রাজনৈতিক তরজা।
দেখুন আরও খবর: