মুম্বই: বাণিজ্যনগরী মুম্বইয়ের হোটেলে ভয়াবহ আগুন। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ৫ জন। মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার বিলাসবহুল হোটেল গ্যালাক্সিতে রবিবার দুপুর সওয়া ১টা নাগাদ আগুন লাগে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে। হোটেল থেকে অন্যদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পূর্ব সান্তাক্রুজের বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসের কাছে রয়েছে হোটেলটি। আগুনের খবর পেয়ে চারটি দমকলের ইঞ্জিন যায়। পুলিশ ও দমকল জানিয়েছে, হোটেলের তৃতীয় তলে আগুন লেগেছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।