গুয়াহাটি: ধর্মত্তত্ব(Theology) নিয়ে লেখাপড়া করতে জাতীয় রাজধানী দিল্লি(Delhi)র উদ্দেশ্যে রওনা দিয়েছিল ২৬ জন। যাদের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখানোর জন্য যথেষ্ট নথি ছিল। যদিও সেই সবই ভুয়ো। পুলিশের চোখে ধুলো দেওয়ার শত চেষ্টা করেও সবই বিফলে গেল। গ্রেফতার ওরা হল ১০ জন মহিলাসহ ২৬ জনকেই।
রবিবার ওই সকল অনুপ্রবেশকারীকে অসমের রাজধানী গুয়াহাটি শহর লাগোয়া রেহবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। যারা সকলেই মায়ানমারের(Mayanmar) নাগরিক। এমনই দাবি করেছে অসম পুলিশ। সেই সঙ্গে পুলিশের আরও দাবি ধৃত সকলের কাছে ভারতের ভুয়ো পরিচয়পত্র ছিল। যেগুলি উদ্ধার করা হয়েছে। অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেই ওই সকল পরিচয়পত্র তৈরি করা হয়েছিল বলে দাবি করছে পুলিশ।
অসম পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে ধৃতেরা মিজোরামে অবস্থিত মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। সেখানেই ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে নানাবিধ নথি প্রস্তুত করা হয় তাদের। ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি হয়েছিল ধৃত ২৬ জনের। সেই সবই উদ্ধার করা হয়েছে। জেরায় ধৃতেরা জানিয়েছে যে তারা সকলেই ধর্মত্তত্ব নিয়ে লেখাপড়া করছে। দিল্লির উদ্দেশ্যে তারা রওনা হচ্ছিল বাইবেল বিষয়ে শিক্ষালাভের জন্য।
বছ্র খানেক আগে আগে মায়ানমার থেকে বহু নাগরিক ভারতে প্রবেশ করেছে অনৈতিক উপায়ে। তারা সবাই রোহিঙ্গা উপজাতির। ভারতের বিভিন্ন জায়গায় তারা বসবাস করতে শুরু করেছে। এই রোহিঙ্গা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। রোহিঙ্গাদের আড়ালে জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে বলেও কেন্দ্রের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে এদিনের ধৃত ২৬ জন রোহিঙ্গা কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি অসম পুলিশ।