মুম্বইয়ে বাড়ি ভেঙে ধসের ঘটনায় মৃত বেড়ে ২২। শনিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে গভীর রাতে আচমকা ধস নামে চেম্বুর ও ভিখরোলি এলাকায়। দুটি বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয় ২২ জনের। চেম্বুরের বশি নাকা এলাকায় রাত ১ নাগাদ ধস নামে। একটি বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয় ১৭ জনের। আহত হন বেশ কয়েকজন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তাঁরা জানান, ভূমিধসের কারণেই দেওয়াল ভেঙে পড়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভিখরোলি এলাকায় একটি বাড়ির দেওয়াল ভেঙে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২ জন। তাঁদের অবস্থা সংকটজনক।
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to wall collapses in Mumbai. Rs. 50,000 would be given to those injured.
— PMO India (@PMOIndia) July 18, 2021
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শোক জানিয়ে ট্যুইট করেছেন। ধসে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকার্য।
President Ram Nath Kovind expresses grief over the the loss of lives in incidents following heavy rain in Mumbai's Chembur & Vikhroli areas.
"I express my condolences to the bereaved families and wish for successful relief and rescue work," the President said.@rashtrapatibhvn pic.twitter.com/RiuAoIuvOK
— PB-SHABD (@PBSHABD) July 18, 2021
শনিবার থেকে টানা বৃষ্টি চলছে মুম্বইয়ে। রাতভর বৃষ্টির জেরে প্লাবিত বাণিজ্যনগরীর বিস্তীর্ণ এলাকা। থমকে লোকাল ট্রেন পরিষেবাও। আবহাওয়া দফতরের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতেও নিষেধ করা হয়েছে সাধারণ মানুষদের।