আমেদাবাদ: অকাল বৃষ্টি (Unseasonal Rains) ও বজ্রপাতে (Hailstorm) গুজরাতে (Gujarat Rain) ২০ জনের মৃত্যু হয়েছে। শিলাবৃষ্টিতে রাজ্যের বেশ কিছু এলাকায় রাস্তাঘাট সাদা হয়ে যায়। অত্যুৎসাহী মানুষ সেখানে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। রবিবার আচমকা বৃষ্টি শুরু হয় রাজ্যজুড়ে। ঘনঘন বজ্রপাত ও ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়। সরকারি সূত্র জানিয়েছে, ২০ জনই বাজ পড়ে মারা গিয়েছেন। রাত ১১টা পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মেলে। এছাড়াও প্রচুর গবাদি পশুর প্রাণহানি হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, দাহোদ জেলায় ৪ জন, ভারুচে ৩, তাপিতে ২, আমেদাবাদ, আমরেলি, বানসকণ্ঠা, বোতাদ, খেড়া, মেহসানা, পঞ্চমহল, সাবরকণ্ঠা, সুরাত, সুরেন্দ্রনগর এবং দ্বারকায় একজন করে মারা গিয়েছেন। রাজ্য আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, রবিবারের জন্যই কেবল পূর্বাভাস ছিল। আজ, সোমবার রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণ গুজরাত ও সৌরাষ্ট্র এলাকায় বৃষ্টি হবে।
আরও পড়ুন: গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল
সকলকে চমকে দেওয়া অকালবৃষ্টি ও শিলাবৃষ্টিতে সাধারণ মানুষের মনে আনন্দ আর ধরে না। বিভিন্ন এলাকায় ব্যাপক শিলাবৃষ্টিতে রাস্তাঘাট, বাড়ির ছাদ ধবধবে সাদা হয়ে যায়। কোথাও কোথাও দৃশ্য যেন শৈলশহরের চেহারা নেয়। মানুষজন রাস্তায় নেমে পড়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সবথেকে বেশি শিলাবৃষ্টি হয়েছে রাজকোট এবং মোরবি জেলায়।
রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এক্স বার্তায় মৃতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি লিখেছেন, ত্রাণ ও উদ্ধারের কাজ দ্রুতগতিতে করছে রাজ্য প্রশাসন। যাঁরা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
অন্য খবর দেখুন