শ্রীনগর: জঙ্গি যোগের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) দুই সরকারি কর্মী। লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা (Lieutenant General Manoj Sinha) তাঁদের দুইজনকে বরখাস্ত করেন। এরা হলেন আবদুল রহমান নাইকা ও জাহির আব্বাস। এদের মধ্যে নাইকা একজন ফার্মাসিস্ট, যুক্ত আছেন কুলগাম জেলায় স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষকতা বিভাগে। আব্বাস কিস্তওয়ার জেলার একটি সরকারি স্কুলে কর্মরত।
সরকারি সূত্রে খবর, কুলগামে রাজনৈতিক নেতা গুলাম হাসান লোন খুনে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র রয়েছে আব্বাসের। কুলগামের দেবসাড়ে রাজনৈতিক নেতা খুনে ২০২১ সালে তদন্ত শুরু করে পুলিশ। আরও খবর, নাইকা শুধু তার স্থানীয় এলাকা কুলগামেই নয়, সোপিয়ান এবং অনন্তনাগের পার্শ্ববর্তী জেলাতেও বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদের জাল বিস্তার করেছে।
আরও খবর: ঘরবাড়ি নয়, যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে ফিরলেন টায়ারের বাসিন্দারা
অপরদিকে জাহির আব্বাস কিস্তওয়ারে একটি সরকারি হাইস্কুলে স্কুলে শিক্ষকতা করেন। ২০১২ সালে কাজে যোগ দেন। ২০২০ সালে তাকে গ্রেফতার করা হয়। তিনজন হিজবুল জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি কোট ভালওয়ালে কারাগারে রয়েছেন। আব্বাসের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর তথ্য পাচার সহ জঙ্গিদের অস্ত্র ও সহ সন্ত্রাসের অন্যান্য সামগ্রী পাচারের অভিযোগ রয়েছে। ছাত্রদের মগজ ধোলাইয়ের কাজ ও চালাত সে। এমনকি জেলে বসেও নানা ধরনের নাশকতা কার্যকলাপের অভিযোগ রয়েছে।
এই মাসের শুরুর দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে চিঠি লিখে জম্মু-কাশ্মীরের প্রশাসনকে ৩১১(২)(সি) ধারার অধীনে বরখাস্ত করা সরকারি কর্মচারীদের বরখাস্তের বিষয়টি পর্যালোচনার আবেদন জানান।
মেহবুবা মুফতির বক্তব্য, কোনও ধরনের প্রক্রিয়া ছাড়াই সরকারি কর্মচারীদের হঠাৎ করে বরখাস্ত করা হয়। ২০১৯ সাল থেকে এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। ফলে ওই পরিবারগুলি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এই মামমাগুলি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের দাবি মুফতির।
দেখুন অন্য খবর:
The post জঙ্গি যোগের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের ২ সরকারি কর্মী first appeared on KolkataTV.
The post জঙ্গি যোগের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের ২ সরকারি কর্মী appeared first on KolkataTV.