ওয়েব ডেস্ক : ভারতের সমস্ত অনলাইন ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কতা জারি করল ভারতের সাইবার নিরাপত্তা (Cyber Security) সংস্থা সিইআরটি (CIRT)। সংস্থার তরফে দাবি করা হয়েছে অনলাইন ব্যবহারকারীদের প্রায় ১৬ বিলিয়ন লগইন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। বলা যেতে পারে তা হ্যাকাররা (Hackers) একপ্রকার চুরি করে নিয়েছে। এই তথ্যগুলি ফাঁস হয়েছে গুগল (Google), ফেসবুক (Facebook), অ্যাপেল (Apple), টেলিগ্রাম (Telegram) ও গিটহাবের মতো জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে।
এ নিয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, এত পরিমান তথ্য ফাঁস হওয়ার ফলে ভবিষ্যতে বড় মাপের কোনও সাইবার হামলা (Cyber Attack) হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, বিশেষ ধরণের কিছু সফটওয়্যার ব্যবহার করে হ্যাকাররা এই তথ্য চুরি করেছে বলে খবর। এর ফলে হ্যাকাররা এই তথ্য ব্যবহার করে অবৈধ কাজে ব্যবহার করতে পারে। যার ফলে আর্থিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ। এ নিয়ে সাধারণ মানুষকে দ্রুত সতর্ক হওয়া আহ্বান জানানো হয়েছে।
আরও খবর : কলকাতার পর এবার রাজস্থান, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী
সিইআরটি-র (CIRT) সাধারণ মানুষের উদ্দেশে পরামর্শ, দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলুন। বিভিন্ন চিহ্ন মিশিয়ে এই পাসওয়ার্ড তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছে। অজানা লিঙ্কে ক্লিক না করা এবং সন্দেহজনক মেসেজ বা ইমেল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সাইবার হামলা এখন যুদ্ধের নতুন রূপ। তবে এটি মুখোমুখি সংঘর্ষ নয়, বরং ডেটা চুরির মাধ্যমেই চলছে আধুনিক যুগের লড়াই। তাই নিজেকে সুরক্ষিত রাখতে হলে সচেতনতা এবং সময়মতো পদক্ষেপ করাই হবে এর একমাত্র উপায়। তবে সাধারণ মানুষ এখনই যদি সতর্ক না হয়ে থাকেন, তা হলে ক্ষতির পরিমাণ হতে পারে ভয়াবহ।
দেখুন অন্য খবর :