ওয়েবডেস্ক- যুদ্ধ বিধ্বস্ত ইরান (Iran) থেকে ১৫ জন মৎস্যজীবীকে (Fisherman) উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনল বিজেপি (Bjp)। এই সকল মৎস্যজীবীরাই ইরানে গভীর সমুদ্র ছিলেন। শিবগাঙ্গাই এবং উভারি অঞ্চলের উপকূলবর্তী গ্রাম জীবিকার টানে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য ইরানে গিয়েছিলেন। এর মধ্যে ইরান-ইজরায়েল যুদ্ধ শুরু হয়, আটকে পড়েন তারা।
তামিলনাড়ুর বিজেপি প্রেসিডেন্ট নাইনর নাগেন্দ্রন (Tamil Nadu BJP President Nainar Nagendran) মৎস্যজীবীদের উদ্ধারের বিষয়টি জানান। তাদের পরিস্থিতি সম্পর্কে জানার পর আমরা তৎক্ষণাৎ বিষয়টি বিদেশমন্ত্রককে জানাই।
মৎস্যজীবীরা একটি দ্বীপে ১৩ জুন থেকে আটকে পড়েছিল, তাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়। অন্য দ্বীপ থেকে আরও আটকে থাকা মৎস্যজীবীদের উদ্ধারের চেষ্টা চলছে। নাগেন্দ্রন আরও বলেন, যেহেতু ইরান থেকে সরাসরি বিমানে নিয়ে আসা সম্ভব ছিল না, তাই জেলেদের জাহাজে করে দুবাই নিয়ে আসা হয় এবং সেখান থেকে দিল্লিতে এনে অবশেষে চেন্নাই পৌঁছে। এই সমস্ত কিছু তৎপরতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন নাগেন্দ্রন।
আরও পড়ুন- মহাকাশ স্টেশন থেকে সূর্যোদয় দেখলেন শুভাংশু, কেমন লাগল জানালেন
উভারির একজন মৎস্যজীবী অজিত তাদের ফিরিয়ে আনার জন্য বিজেপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যুদ্ধের কারণে আমরা কাজ করতে পারছিলাম না এবং খাবারও ছিল না। তখন আমরা নাইনর নাগেন্দ্রনের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাদের ফিরে আসার ব্যবস্থা করেন। আমরা ফেব্রুয়ারিতে ইরান গিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আমরা দুই মাস ধরে মাছ ধরতে যেতে পারিনি। আমরা বিজেপি নেতৃত্বকে জানিয়েছিলাম, এবং তারা খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করেছিল। তামিলনাড়ু সরকারের কর্মকর্তারা আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি। আমাদের দলের ১৫ জনই এখন ফিরে এসেছেন, যদিও অন্য একটি দ্বীপে আরেকটি দল এখনও আটকা পড়ে আছে।
দেখুন আরও খবর-