নয়া দিল্লি: বাংলার পর পাঞ্জাবের অমৃতসর (Amritsar)। ভেজাল মদ পান করে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। অমৃতসরের ভাঙ্গালি, পাতালপুরী, মারারি কালান, থেরওয়াল এবং তালওয়ান্দি ঘুমান- পাঁচটি গ্রামে ভেজাল মদের জন্য মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদ সংস্থা।
জানা গিয়েছে, এদিন ভুল্লার, ট্যাংরা এবং সান্ধার বাসিন্দারাও একই ভেজাল মদ পান করেছিলেন। তাঁদেরও বমি-সহ অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল।
জানা গিয়েছে, ঘটনায় অসুস্থ হয়েছে বেশ কয়েকজন। এখনও পর্যন্ত ছ’জন হাসপাতালে চিকিৎসাধীন। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অমৃতসরের ডেপুটি কমিশনার। পরিস্থিতি পর্যালোচনায় সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট মনিন্দর সিং পৌঁছেছেন ঘটনাস্থলে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম মদ সরবরাহকারী প্রভজিৎ। সূত্রের খবর, সোমবার রাত ন’টা নাগাদ তারা ভেজাল মদের কারণে মৃত্যুর খবর পায়।
দেখুন আরও খবর: