নয়া দিল্লি : বিজয় মাল্য (Vijay Mallya), নীরব মোদি (Nirav Modi) এবং মেহুল চোকসি (Mehul Choksi) পালিয়ে গেলেও তাদের সম্পদ নিলাম করে ব্যাঙ্কগুলি ১৩ হাজার ১০৯ কোটি টাকা উদ্ধার করেছে৷ সোমবার লোকসভায় এই কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তিনি আরও জানান, ওই তিন পলাতক শিল্পপতির সম্পত্তি নিলাম করে এই অর্থ উদ্ধার করা হয়েছে। যদিও বিরোধীদের বক্তব্য, শুধু বিজয় মাল্যর কাছ থেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির এখনও ৯ হাজার কোটি টাকা পাওনা আছে। অর্থমন্ত্রী আরও জানান, গত ১৬ জুলাই বিজয় মাল্য ও অন্যান্যদের বাজেয়াপ্ত সম্পদ নিলাম করে ৭৯২ কোটি টাকা আদায় করা হয়েছে।
এদিন লোকসভায় বাজেটে অতিরিক্ত ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশ হয়েছে। বাজেটের বাইরেও আরও ৩.৭৩ লক্ষ কোটি টাকা খরচের জন্য সংসদের অনুমতি চায় অর্থ মন্ত্রক। তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। দেশে মূল্য বৃদ্ধি নিয়েও বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হতে হয় অর্থমন্ত্রীকে। নির্মলা বলেন, ‘কেন্দ্র মূল্যবৃদ্ধি রুখতে সব রকমের চেষ্টা করছে। ভোজ্য তেলের দাম বৃদ্ধির বিষয়টিও আমাদের মাথায় আছে। এই সমস্যা সমাধের জন্য মন্ত্রী গোষ্ঠী (Group of Ministers) বৈঠকে বসছে।’ বিরোধীদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৭ বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ৫.৯ লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ আদায় করেছে।
আরও পড়ুন : Privatisation: আরও দু’টি ব্যাঙ্ক বেসরকারিকরণে শীতকালীন অধিবেশনে বিল আনছে কেন্দ্র
এদিনই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক জানায়, চলতি অর্থবর্ষে আগের বছরের তুলনায় পেট্রল-ডিজেলের উৎপাদন শুল্ক থেকে ৬৭ শতাংশ বেশি আয় হয়েছে।