নয়া দিল্লি: ফের বড় ধাক্কা খেল আম আদমি পার্টি (AAP)। দিল্লিতে (Delhi) আপ-এর ১৩ জন কাউন্সিলর দলত্যাগ করলেন। তাঁরা এক নতুন গোষ্ঠী রাজনৈতিক দল গড়ার কথা জানিয়ে দিয়েছেন। বিদ্রোহী তথা দলত্যাগী কাউন্সিলরদের মধ্যে রয়েছেন মুকেশ গোয়েল (Mukesh Goel), যিনি দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনে (MCD) আপ-এর নেতৃত্ব দিতেন। ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে আদর্শ নগর কেন্দ্র থেকে আপ-এর হয়েই টিকিট পেয়েছিলেন কিন্তু হেরে যান।
শনিবার গোয়েলের নেতৃত্বে দলত্যাগী কাউন্সিলররা এক নতুন দলের নাম ঘোষণা করেন যার নাম ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি (Indraprastha Vikash Party)। শেষ পুরসভা নির্বাচনের আগে এই নেতারাই কংগ্রেস ছেড়ে আপ-এ যোগ দিয়েছিলেন। ২৫ বছর ধরে পুরসভার কাউন্সিলর গোয়েল ২০২১ সালে কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলে যোগ দেন।
আরও পড়ুন: বুথ কমিটি ভুলে ভরা, জল বের করতে কমিটি বানাল বিজেপি
যে দিল্লি থেকেই আম আদমি পার্টির উল্কার মতো উত্থান, সেখানেই ক্রমশ জমি হারাচ্ছে তারা। বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে শোচনীয় হারের পর দলের ভিত্তিটাই নড়ে গিয়েছে। এমনকী খোদ কেজরিওয়াল এবং তাঁর এককালের ডেপুটি মণীশ সিসোদিয়া হেরে যান। আপ-এর হয়ে মুখরক্ষা করেন সে সময়ের বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। সেই থেকে ক্রমশ রক্তক্ষরণ চলেছে দলটির। এবার আরও এক বড়সড় ধাক্কা লাগল, এবার দলের ভিতর থেকেই।
দেখুন খবর: