তেলঙ্গানা: শপিং মলে কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়লেন একজন গর্ভবতী মহিলা-সহ ১২ জন। শপিং মলের লিফট আটকে বিপদের সম্মুখীন হন তাঁরা। বিশেষ ক্ষয়ক্ষতি না হলেও সকলেই নিরাপদে ফিরে আসেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হায়দরাবাদের (Hyderabad) মোসাারামবাগ (Moosarambagh) এলাকার একটি শপিং মলে।
জানা গিয়েছে, ওই শপিং মলের একতলা থেকে অন্যতলা যাওয়ার জন্য লিফট ধরেন ওই গর্ভবতী মহিলা সহ ১২ জন। তারপরই লিফটটি ছ’তলা পর্যন্ত গিয়ে আচমকাই আটকে যায়। এমন জায়গায় আটকে যায় (stuck) যেখান থেকে বাইরে বেরনো সম্ভব ছিল না। লিফট আটকে যেতেই অল্য়ার্মের শব্দে আতঙ্ক তৈরি হয় ওই শপিংমলে। মলের কর্মীরা অনেক চেষ্টা করেও লিফটের দরজা খুলে পারেননি। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকল (Fire officials) ও পুলিশ কর্মীরা (police) এসে অক্লান্ত চেষ্টায় লিফটে আটক মানুষগুলোকে নিরাপদে উদ্ধার করতে সফল হয়। গোটা উদ্ধারকাজ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়। যদিও ১ ঘণ্টারও বেশি সময় ধরে লিফটেই আটকে ছিলেন তাঁরা।
আরও পড়ুন: Panchayat Election | প্রার্থী হওয়ার অপরাধে মারধর, ২ মহিলা সহ জখম হয়ে হাসপাতালে ৫ বিজেপি কর্মী
দমকল কর্মীদের তরফে জানা গিয়েছে, কিছু টেকনিকাল ইস্যুর কারণে লিফটি আটকে যায়। তবে সকলেই সুরক্ষিত রয়েছেন। ঠিক কী কারণে লিফট-টি আটকাল, তা ক্ষতিয়ে দেখছেন তাঁরা। এর আগেও বহু আবাশন থেকে শপিংমলের লিফট আটকে যাওয়ার ঘটনা পুরনো নয়। তবে একজন গর্ভবতী মহিলার এভাবে লিফটে আটকে যাওয়ায়, বেশ চাপে পড়ি গিয়েছিল মল কর্তৃপক্ষ। অবশেষে দমকল এবং পুলিশের প্রচেষ্টায় তাঁদের সুরক্ষিত করে বের করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দমকল কর্মীদের।