কলকাতা টিভি ওয়েব ডেস্কঃ দেওঘরের ত্রিকূট পর্বতে (Deoghar Ropeway Accident) রোপওয়ে দুর্ঘটনায় পান্নালাল পাঞ্জিয়ারাকে তাঁর অসামান্য কাজের জন্য ১ লাখ টাকার পুরস্কার দেওয়া হল। বুধবার তাঁর হাতে এই পুরস্কার তুলে দিয়ে ভূয়সী প্রশংসা করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।পান্নালালকে কেন্দ্রীয় সরকারের তরফেও সম্মানিত করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে তাঁকে সম্মানিত করেন দেওঘর সমাহারনালয়ে ডিসি-এসপিও।
কে এই পান্নালাল পাঞ্জিয়ারা?
২০০৯ সাল থেকে দেওঘরের ত্রিকূট রোপওয়েতে কাজ করছেন পান্নালাল পাঞ্জিয়ারা। দেওঘরের ত্রিকূট পর্বতে রোপওয়ে দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকারী দলের পাশাপাশি আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে হাত লাগান তিনি। বিমান বাহিনীর হেলিকপ্টার উদ্ধারের কাজ শুরু করার আগে পান্নালাল নিজেই দড়ি ও সেফটি বেল্টের সাহায্যে দুটি রোপওয়েতে থাকা ১১ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনেন।তাঁর এই কৃতিত্বের এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূয়সী প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী।তাঁর কাজের তীব্র প্রশংসা করে তিনি বলেছেন, যে এই ধরনের মানুষদের জন্যই ঝাড়খণ্ডের নাম আলোকিত হয়েছে। এই উপলক্ষে দেওঘরের ডিসি এবং এসপি রাজ্য সরকারের তরফে পান্নালালকে এক লক্ষ টাকার চেক তুলে দেন।একই সঙ্গে ত্রিকূট রোপওয়ে দুর্ঘটনায় বিমানবাহিনী, ভারতীয় সেনা, এনডিআরএফ, আইটিবিপি, জেলা প্রশাসনের দলের সদস্যদের সম্মান জানানোর কথাও বলা হয়েছে।
त्रिकूट रोप वे हादसे का हीरो पन्नालाल जिसने अपने जान की बाज़ी लगाकर 21 लोगों को बचाया,ऐसा हीरो जिसको ना अख़बार में छपना है ,ना न्यूज़ चैनल से प्रसिद्धि पानी है,इसे तो बस अपने देवघर की लाज बचानी थी।हमें गर्व है कि मेरे लोकसभा में ही यह सपूत है @narendramodi @AmitShah pic.twitter.com/O48QQnHLXj
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) April 13, 2022
আরও পড়ুন Kolkata Weather: ভিজবে কলকাতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
পান্নালালের এই কাজে তাঁকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাত ৮টায় দেওঘর রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকাজে জড়িত ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, আইটিবিপি, স্থানীয় প্রশাসন এবং সমাজের কর্মীদের সাথেও কথা বলবেন। এই কঠিন কাজে সকলের চমৎকার কাজকে অভিনন্দন জানাতে এবং তাঁদের উৎসাহিত করতে ও উদ্বুদ্ধ করবেন তিনি।
আরও পড়ুন Decor tips for bedroom: শোওয়ার ঘরের রূপ পরিবর্তন করতে এই গরমে ভরসা রাখুন মিনিম্যালিস্টিক অ্যাপ্রোচে