জম্মু-কাশ্মীর: সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকায় ১১ জন সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হল। এদের মধ্যে দুজন হিজবুল সংগঠনের প্রধান সৈয়দ সালাহউদ্দিন ছেলে। গোয়েন্দা সূত্রের খবর, জম্মু কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষেছিল তারা। বরখাস্ত কর্মীদের বিরুদ্ধে সংবিধানের ৩১১ (২)(সি) ধারা সহ রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য ৮টি মামলা রজু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধিনস্থ একটি কমিটির মাধ্যমে তদন্ত শুরু হয়েছে ১১ জনের বিরুদ্ধে। ৯জন সরকারি চাকরিজীবীর মধ্যে ২ জন পুলিশ কনস্টেবেল রয়েছেন। ৪ জন অনন্তনাগ, ৩ জন বডগামে কর্মরত ছিলেন। বাকিরা শ্রীনগর, পুলওয়ামা, বারামুল্লা ও কুপওয়াড়ায় কর্মরত ছিলেন। ১১ জনের মধ্যে ৪ জন শিক্ষাবিভাগে কাজ করতেন।
আরও পড়ুন: জম্মুর আকাশে ফের সন্দেহজনক ড্রোন
অভিযুক্তদের মধ্য কৃষি, বিদ্যুৎ, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্য বিভাগ ও এসকেআইএমএস বিভাগে কাজ করতেন অনেকেই। শিক্ষাবিভাগে কর্মরত দু’জনের বিরুদ্ধে জঙ্গি সংগঠন জমাত ইসলামি ও দুখতারন-ই-মিল্লাতের সঙ্গে জড়িত ছিলেন এবং দুই জঙ্গি সংগঠনের বিচারধারার প্রচার চালাতেন। অভিযুক্ত দুই পুলিশ কন্সটেবল জঙ্গি সংগঠনের কাছে গোপন তথ্য ফাঁস করে দিতেন। জঙ্গিরা আগাম সতর্ক হয়ে যাওয়ায় গোপন ডেরায় একাধিকবার অভিযান চালিয়েও সেনাবাহিনীকে খালি হাতেই ফিরতে হয়েছে। বরখাস্ত হওয়া কর্মচারিদের মধ্যে রয়েছেন উপত্যকার কুখ্যাত জঙ্গি নেতা ও হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের দুই ছেলে সৈয়দ আহমেদ শাকিল ও শাহিদ ইউসুফ।