নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউয়ের (Third Wave) মাঝেই কিছুটা কমল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবারের তুলনায় ৪ হাজার ১৭১ কম। উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রন্ত হয়ে মৃত্যু হয়েছে ৫২৫ জনের।
আরও পড়ুন: PM Modi: নেতাজি জন্মজয়ন্তীতে মোদির টুইট, দেশবাসীকে পরাক্রম দিবসের শুভকামনা
দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও আটকানো যাচ্ছেনা মৃত্যু। গতকালের তুলনায় মৃত্যু বেড়েছে ৩৭। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে দুই লক্ষ ৫৯ হাজার ১৬৮ জন। দেশে করোনা পজিটিভিটি রেট কমে হয়েছে ১৭.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ১৮ লক্ষ ৭৫ হাজার ৫৩৩। দেশে মোট করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২১ লক্ষ ৮৭ হাজার ২০৫।