কলকাতা: সাইনবোর্ড ও ক্যাশমেমোতে লাইসেন্স নম্বর (License No) নেই। সেই কারণে হওয়া দোকানির কারাদণ্ড খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৩৩ বছরের পুরনো মামলায়।
সাইনবোর্ড বা ক্যাশ মেমোতে লাইসেন্স নম্বর না থাকাটা গুরুতর অপরাধ নয়। সরকারি গাইডলাইনেই তার উল্লেখ আছে। তাই নিম্ন আদালতের সাজা বাতিলযোগ্য। রায় বিচারপতি শুভেন্দু সামন্তর।
আরও পড়ুন: পকসো আইনে মিথ্যা অভিযোগ করার জন্য মহিলার ১ লাখ টাকা জরিমানা
১৯৮৮ সালের ঘটনা। কাপড়ের দোকানে হানা দেন এক সরকারি ইন্সপেক্টর। কেন দোকানের সাইনবোর্ড ও ক্যাশমেমোতে লাইসেন্স নম্বর নেই সেই প্রশ্ন তুলে নোটিশ দেওয়া হয়। দুটি জিনিস বাজেয়াপ্ত করা হয়। এসেনসিয়াল কমোডিটিজ অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। নিম্ন আদালত দোকানিকে ১৯৯০ সালে এক মাসের কারাদণ্ড দেয়। যা চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে।
ইন্সপেক্টর নিজের এলাকার বাইরে গিয়ে ওই পদক্ষেপ করেছেন। বাজেয়াপ্তকরণের সময় কোনও সাক্ষী ছিল না। দাবি করেন মামলাকারি আমজেদ আলী।
১৯৯০ সালে হাইকোর্টে করা সেই মামলার এতদিনে নিষ্পত্তি হল।