চলতি সপ্তাহে বৃহস্পতিবারই গঠিত হয়েছে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। আর তাতে দেখা গেছে বড়সড় রদবদল। ৪৩ জন মন্ত্রীর শপথ গ্রহনে রীতিমতো তাক লাগিয়েছেন নমো। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মাঝে প্রকাশ পেয়েছে মোদীর নয়া মন্ত্রিসভার নানা খুঁটিনাটি তথ্য। সদ্য প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেখানে পরিষ্কার মন্ত্রীসভার ৭৮ সদস্যের মধ্যে কার কত সম্পত্তি এবং কার বিরুদ্ধে কতগুলি ফৌজিদারি মামালা রয়েছে সব কিছু। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস বা এডিআর-এর প্রকাশ করা এই রিপোর্টের দাবি, মন্ত্রিসভার মোট ৭৮ জন সদস্যের মধ্যে কমপক্ষে ৪২ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। একইসঙ্গে প্রায় ৯০ শতাংশই কোটি কোটি টাকার মালিক। এই কোটিপতি মন্ত্রীদের সংখ্যা হল ৭০।
আরও পড়ুন কোভ্যাক্সিন কি তবে হু’র তালিকায়
উল্লেখ্য,গত বুধবার ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে শপথ নেন ১৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৮ জন প্রতিমন্ত্রী। তারপরই সামনে আসে এই রিপোর্ট। মন্ত্রিসভার ৭৮ মন্ত্রীর মধ্যে ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এমনটা তাঁরা নিজেরাই জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। এর মধ্যে ২৪ জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর অভিযোগ । এমনকি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এমন ৪ জন সদস্য, যাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও রয়েছে।
আরও পড়ুন সলমনের ফিটনেস গোল
সম্প্রতি এডিআর-এর রিপোর্টে তুলে ধরা হয়েছে মন্ত্রীদের মোট সম্পত্তির পরিমান। জানা গিয়েছে, মন্ত্রিসভায় সম্পত্তির নিরিখে সবার শীর্ষে রয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছেন পীযূষ গোয়েল, নারায়ণ রানে, রাজীব চন্দ্রশেখরে মতো সাংসদরা। নতুন মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীর গড়ে মোট সম্পত্তির পরিমাণ ১৬.২৪ কোটি টাকা। তবে জনাকয়েক রয়েছেন যাঁদের সম্পত্তির পরিমাণ তুলনায় অনেকটাই কম। তাঁদের মধ্যে রয়েছেন জন বার্লা যার মোট সম্পত্তির পরিমান ১৪ লক্ষ, রাজস্থানের কৈলাস চৌধুরী, যার মোট সম্পত্তির পরিমান ২৪ লক্ষ টাকা, ওড়িশার বিশ্বেসর টুডু যার সম্পত্তির পরিমান মোট ২৭ লক্ষ টাকা। এছাড়াও সর্বশেষে রয়েছেন ত্রিপুরার সাংসদ প্রতিমা চৌধুরী। যার সম্পত্তির মোট পরিমান ৬ লক্ষ টাকা।
আরও পড়ুন ফের মা হলেন গীতা
ফলে কার্যত পরিষ্কার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢেলে সাজানো মন্ত্রিসভায় হাতে গোনা কয়েক জন ছাড়া সকলেই প্রায় কোটিপতি। পাশাপাশি মন্ত্রিসভার বিশেষ কিছু মন্ত্রীদের পিছনে এত বড় অভিযোগ থাকা নিয়েও উঠছে প্রশ্ন এবং বিতর্ক।
আরও পড়ুন দু’য়ের বেশি সন্তানে মিলবে না সরকারি চাকরি, যোগী রাজ্যে জন্মনিয়ন্ত্রণ বিল