দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। বিহারে দৈনিক মৃতের তালিকা সংশোধন করার পর বৃহস্পতিবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে সৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। কিন্তু মহারাষ্ট্রে একলাফে মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের। গত সপ্তাহে এই রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা ছিল ৫০০ থেকে ৬০০ মধ্যে। অন্যদিকে কর্ণাটক, কেরল, তামিলনাড়ুতে এই সংখ্যায় বিশেষ হেরফের হয়নি। দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত ২ দিনের তুলনায় একটু কম হলেও তা ৯০ হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ৯০২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লক্ষ ৭৪ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা বাড়লেও নিয়ন্ত্রণে ই রয়েছে সংক্রমণের হার। শুক্রবারও তা ৫ শতাংশের নীচে রয়েছে। এখনও পর্যন্ত দেশের ২৪ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।