ওয়েব ডেস্ক: মেলার আনন্দ বদলে গেল এক নিমিষে। উপর থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা নাগরদোলা! হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল গুজরাট (Gujrat)। ঘটনা গুজরাটের নভসারি জেলার বিলিমোরার (Bilimora) একটি মন্দিরের মেলায়। মেলা উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। সেইসময়েই হঠাৎ সাওয়ারিদের নিয়ে ভেঙে পড়ে একটি নাগরদোলা (Rise Ride)। রবিবারের এই দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জন। আহতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
পুলিশ সূত্রের খবর, বিলিমোরা শহরের একটি মন্দিরে মেলা চলছিল। রবিবার রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ৩২টি আসনের (32 Seats) একটি উঁচু নাগরদোলা উপর থেকে ভেঙে পড়ে। ঘটনায় নাগরদোলার চালক ও দুই মহিলা চোট পান। যার মধ্যে রয়েছে দুই শিশুও।
আরও পড়ুন: INDIA জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কে? দেখুন বড় খবর
পুলিশের ডেপুটি সুপারের তরফে জানা গিয়েছে, ‘‘দুর্ঘটনার সময়ে ওই নাগরদোলায় আট থেকে ন’জন বসেছিলেন, যার মধ্যে পাঁচজন গুরুতর আহত। আহতদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। নাগরদোলার চালক মাথায় গুরুতর চোট পাওয়ায় সুরাটের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।” তবে আচমকা কেন এই বড়সড় বিপত্তি তা এখনও স্পষ্ট নয়।
নাগরদোলা ভেঙে পড়ার ভয়ংকর ভিডিয়োও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হুরমুরিয়ে ভেঙে পড়ছে একটি নাগরদোলা। আতঙ্কে চিৎকার করছেন অনেকে। মেলা কর্তৃপক্ষ সূত্রে খবর, ওই মেলায় সাতটি রাইড বসানোর অনুমতি দেওয়া হয়েছিল। নাগরদোলায় যারা চড়বেন তাঁদের সুরক্ষার স্বার্থে নাগরদোলা পরীক্ষাও হয়েছিল। তারপরেই এই দুর্ঘটনা কীভাবে ঘটল তার কূল কিনারা করতে পারছে না মেলা কর্তৃপক্ষ। ঘটনার কারণ জানতে ও সাধারণ মানুষের সুরক্ষার খাতিরে তদন্তে নেমেছে পুলিশ।
দেখুন অন্য খবর