শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। সূত্রের খবর, দিল্লির লাজপত নগর এলাকার একটি কাপড়ের সকাল ১০টা ২০ মিনিট নাগাদ দোকানে আগুন লাগে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে আগুনের মাত্রা। আশেপাশের বেশ কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০ টি ইঞ্জিন। দিল্লি শহরের বস্ত্রশিল্পের প্রাণকেন্দ্র এই অঞ্চল। শহরের বিভিন্ন জায়গা ছাড়াও বাইরেও রফতানি হয় এখানকার বস্ত্র।তাই স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে বিক্রেতাদের মধ্যে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় বলেই জানিয়েছে প্রশাসন। পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা নিয়েও তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।