ওয়েব ডেস্ক: কর্নাটকের (Karnataka) স্কুলে চার বছরের শিশুকে ধর্ষণের (School Girl Assault) অভিযোগ। সূত্রের খবর, বিদারে চার বছরের এক ছাত্রীকে তার স্কুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটে ২৩ জুলাই। জানা গিয়েছে, ওই শিশু যখন বাড়ি ফিরে আসে, তখন তার মা তার গোপনাঙ্গ রক্তপাত হতে দেখেন। তারপরই প্রকাশ্যে আসে ঘটনা।
জানা গিয়েছে, নির্যাতিতা শিশুর বাবা সকালে তাকে স্কুলে ছেড়ে দিয়েছিলেন এবং দুপুর আড়াইটার দিকে তাকে স্কুল থেকে বাড়ি নিয়ে যান। যখন সে বাড়ি ফিরে আসে, তখন তার মা তার পোশাক পরিবর্তন করার সময় তার গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে দেখতে পান।চিকিৎসকেরা জানান, সে যৌন নির্যাতনের শিকার। বর্তমানে ওই শিশু হাসপাতালের চিকিৎসাধীন। পুলিশ এখনও মেয়েটির বক্তব্য রেকর্ড করেনি। এরপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। পকসো আইনে ( Protection of Children from Sexual Offences) মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, স্কুলেই ধর্ষণ করা হয়েছে চার বছরের ছাত্রীকে (4 Year old Raped In School in Karnataka)। তবে এখনও পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা যায়নি। যৌন নির্যাতনের কারণে রক্তপাত হয়েছে কিনা তাও তারা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: নাবালিকাকে লাগাতার গণধর্ষণ! অন্তঃসত্ত্বার খবরে জ্যান্ত কবরের চেষ্টা
চলতি মাসে, কর্নাটকের মান্ড্যায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রবীণ, সে উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা। তার বাবা-মা, মূলত বিহারের বাসিন্দা, এক বছরেরও বেশি সময় ধরে মান্ড্যার একটি প্লাইউড কারখানায় কাজ করছেন, যেখানে অভিযুক্তও একজন কর্মচারী ছিলেন। অভিযুক্তরা যখন তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তখন মেয়েটিকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যায়, ও যৌন নির্যাতনের করে।শিশুরা বাবা-মাকে খবর দিলে, তারা শিশুটির খোঁজে বেরিয়ে অভিযুক্তের সঙ্গে তাকে দেখতে পায়। অভিযুক্তকে পুলিশে গ্রেফতার করে।
অন্য খবর দেখুন