আগামী ৬ এবং ৭ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। আমাদের অনেকের বাড়িতেই এই জন্মাষ্টমী উপলক্ষে ৫৬ ভোগের আয়োজন কপিরা হয়ে থাকে। তবে জন্মাষ্ঠমীর পুজোর আয়োজনেও বেশ কিছু নিয়ম রয়েছে। সেই সঙ্গে বেশ কিছু বিষয় রয়েছে যা ভুলেও কখনও করবেন না। না হলে কৃষ্ণ আরাধনা করলেও বিপদ আপনার পিছু ছাড়বে না।
জন্মাষ্টমীতে অবশ্যই এড়িয়ে যাবেন যে কাজ গুলি স্টিল বা লোহার প্রদীপ জন্মাষ্টমীতে ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণের পুজোয় তামা, পেতল বা মাটির প্রদীপ ব্যবহার করুন।
কৃষ্ণের পুজোয় যে ফুল ব্যবহার করবেন, তা যেন অবশ্যই টাটকা হয়। পুরনো বাসি ফুল পুজো শুরুর আগেই ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলুন।
জন্মাষ্টমীতে পাটবস্ত্র পরিধান করা যাবে না।
এদিন শ্রীকৃষ্ণের প্রসাদ হিসেবে মাখন-মিছরি অবশ্যই খাবেন। এতে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে।
জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের মূর্তিতে রাখি বাঁধতে ভুলবেন না। এতে আপনার সংকটে আপনাকে উদ্ধার করবেন খোদ শ্রীকৃষ্ণ ও বলরাম।
জন্মাষ্টমীর পুজোয় শাঁখের মধ্যে একটু দুধ রাখুন। এতে আপনার জীবনে সুখ বিরাজ করবে।
ময়ুরের পালক শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। তাই মাথাতেও ময়ুরের পালক ধারণ করতেন তিনি। জন্মাষ্টমীর পুজোয় অবশ্যই ময়ুরের পালক ঘরে রাখবেন।