এবার উইকেন্ড আর নতুন বছর একসঙ্গে কাটিয়ে এ বার অফিস ফেরার পালা অনেকেরই। এদিকে বছর শুরুতেই আছরে পড়তে পারে করোনার থার্ড ওয়েভ (third wave)। ক্রমশ শক্তি বাড়াচ্ছে ওমিক্রন (omicron)। লাফিয়ে বাড়ছে সংক্রমিতদের সংখ্য। তাই অসতর্ক হলে চলবে না। নিয়ম মেনে কোভিডকালে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশনের যথোপযুক্ত ব্যবস্থা আপনার অফিস রেখেছে ঠিকই, তবু করোনা বিধি নিয়ে রাশ আলগা করলে চলবে না। নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখার দায়িত্ব আপনারও। তাই বাড়ির বাইরে গেলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন।
বাড়ি থেকে বেরোনোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন
(ছবি সৌজন্য: Unsplash)
অফিসে কীভাবে সতর্কবিধি মেনে চলবেন
(ছবি সৌজন্য: Unsplash)
বাড়ি ফিরে কী করবেন
(ছবি সৌজন্য: Unsplash)