কলকাতা: ল্যান্ড অফ ফলেন রকস (Land Of falling Rocks) নামটা প্রায় সকলের কাছেই নতুন এবং অজানা। নাম যেমন অফবিট জায়গাটিও (Offbeat Location) তেমনইউ অফবিট। আপার মামরিংয়ে রয়েছে এই জায়গাটি। কার্শিয়াং থেকে দিরারাং হয়ে বাগুরা যাওয়ার পথে আপার মামরিং রয়েছে। এই জায়গাটিকে ফলেন রকস বলে থাকেন বাসিন্দারা। পাহাড়ের বাঁকে বাঁকে উঠে গিয়েছে রাস্তাটি। মেঘ-কুয়াশার খেলার মাঝে পাহাড়ের বুক চিড়ে ছুটে যাবে গাড়ি।
কেন এই নাম
ল্যান্ড অফ ফলেন রকস। হঠাৎ করে এমন নাম কেন। তার একটা কারণ রয়েছে। এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যাবে যেখানে সেখানে বড় বড় পাথরের চাঁই। তাদের মাঝ দিয়েই গিয়েছে রাস্তা। ২০০৬-২০০৭ সালে এখানে বর্ষায় ধস নেমেছিল। সেসময় বড় বড় পাথর মামরিংয়ে নেমে এসেছিল। ধসে ৬-৭টি বাড়ি ধসের সঙ্গে খাদে চলে গিয়েছিল। বেশ কয়েকজন মারাও গিয়েছিলেন। গ্রামবাসীরা মন্দির তৈরি করে পুজো করেন। তারপর থেকে আর ধস নামেনি এখানে।
আরও পড়ুন: Vastu Tips | আর্থিক অবস্থা ফেরাতে প্রতি সোমবার ঘরে আনুন এই ৮ জিনিস
মামরিং গ্রাম
নীচে মামরিং গ্রাম। এখান থেকে চটকপুরও দেখা যায়। আপার মামরিং কিন্তু ছবির মত শহর। এখান থেকে ট্রেক করে মংপু পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। ট্রেকের রাস্তা খুব কঠিন নয়। ট্রেকিংয়ের সময় ছোট ছোট ঝোড়া রাস্তায় দেখা যায়। তাতে ট্রেকিংয়ের মজা আরও বেড়ে যায়। মামরিং আসলে একটা সবুজ গ্রাম। এখানে অধিকাংশ পরিবারই কৃষিকাজের সঙ্গে জড়িত। সিটং থেকে এখানে আসা যায় কারণ মামরিংয়ে এখনও তেমন কোনও হোমস্টে পাওয়া যায় না।