আজকাল হালকা রঙের বদলে গ্রে কিংবা লাল, নীল সবুজে রঙেয়ের গাঢ় শেডের ট্রেন্ড। থিম হোমের ইচ্ছেকে বাস্তবায়িত করতে বাড়ির দেওয়াল রাঙিয়ে তুলতে এই রঙগুলোই বেছে নিচ্ছেন অনেকেই। আর বাছবেন নাই বা কেন বলুন এই রঙে রাঙানো দেওয়াল দারুণ প্রাণবন্ত দেখায়। একইসঙ্গে আর পাঁচটা বাড়ির অন্দরসজ্জার তুলনায় আকর্ষণীয়।কিন্তু যদি বলা হয় এই রঙের মোহে পড়বেন না,কেন বলছি? কারণ বাড়ির দেওয়াল আপনি যত সুন্দর করেই সাজিয়ে তুলুন না কেন এই গাঢ় রঙ কিন্তু বাড়ির ভিতরে একটা ডার্ক ফিল(dark feel) এনে দেয়।
তাই বাড়ি রেনোভেট(renovate)করে অন্দরসজ্জায়(home decor)হাত দেওয়ার আগে দেওয়াল গাঢ় রঙে রাঙিয়ে নেওয়ার আগে দ্বিতীয়বার অবশ্যাই ভাবুন। এই চারটি কারন অবশ্যই মাথায় রাখুন-
হালকা রঙয়ের দেওয়ালে ঘরে আলো ভাল খেলে তাই ঘর বড় ও খোলামেলা দেখায়। সে রকম দেওয়ালের রঙ গাঢ় হলে ঘর তুলনামূলক ছোট দেখায়। অল্পতেই ঘর অগোছাল ও এলোমেলো দেখায়।
হালকা রঙেয়ের দেওয়ালে আলো ভালো খেলে তাই ঘর তাই ঘর আলো ঝলমলে দেখায়। অন্যদিকে গাঢ় রঙে ঘর যতই সুন্দর দেখাক না কেন সব সময় আলো কম হয়। তা আপনি ঘরে যতই আলো জ্বালান না কেন ঘরে সারাক্ষণ আলো কম আলো কম দেখাবে।
গাঢ় রঙয়ের ঘরে আলো কম খেলে তাই অনেক সময় ঘরে ঢুকে মন খারাপ লাগে। কোনও কারনে মনে কষ্ট বা উদ্বেগ হলে এ ধরনের ঘরে মন আরও খারাপ হয়ে যায়।তার ওপর যদি ঘরে হেভি ফার্নিচার থাকে তা হলে ঘরে নেগেটিভ ভাইবস তৈরি হতে পারে।
ঘর আলো ঝলমলে হলে আপনার মধ্যে স্ফূর্তি ও ইতিবাচক ভাবনার সঞ্চার করবে।এদিকে গাঢ় রঙেয়ের ঘরে সব সময় আলো আঁধারি পরিবেশ থাকলে আপনার মধ্যে সক্রিয়তার অভাব থাকবে। কাজকর্মের জলাঞ্জলি দিয়ে বিছানায় বেশী করে সময় কাটাতে ইচ্ছে করবে।এর প্রভাব পড়বে আপনার কাজেও।
(ছবি সৌ: homenish)