কফির জনপ্রিয়তা নিয়ে আর নতুন করে বলার কিছুই নেই। এক নিমেষেই ক্লান্তি দূর করে যেভাবে শরীর ও মনে চাঙ্গা করে কফি তা এক কথায় অভাবনীয়। তা ব্ল্যাক কফি হোক, কিংবা কফি ল্যাতে কিংবা ক্যাপেচিনো।কোল্ড কিংবা হট কফির জাদুতে মুগ্ধ সবাই। তবে এতো গেল কফির স্বাদের কথা। রূপচর্চায় কফির কেরামতি কি আপনার জানা আছে? কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস আছে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও কফিতে রয়েছে ক্যাফেইক অ্যাসিড ও ফেনল।এই উপাদানগুলির কারণেই শরীরের বেশ কিছু সমস্যা সমাধানের পাশাপাশি ত্বকের পরিচর্যায় দারুণ কাজে আসে কফি।যেমন-
কফির গুঁড়ো দিয়ে খুব ভাল এক্সফোলিয়েট হয়
ত্বকের মৃত কোষ ঘষে তুলে ত্বক পরিষ্কার করতে কফির গুঁড়োর জবাব নেই। কফির গুঁড়ো সহজে জলে গুলে যায় না তাই এক্সফোলিয়েটার হিসেবে খুব কাজের। বিশেষ করে কনুই, হাঁটু, ও পায়ের মৃত কোষ পরিষ্কার করে ত্বক নরম ও কোমল করে তোলে।
সেলুলাইট কমাতে সাহায্য করে কফি
সেলুলাইটের সমস্যায় ভুগছেন? তা হলে কফির গুঁড়ো খুব কাজে লাগবে। এমনকি উপাদান হিসেবে কফি আছে এ রকম ক্রিম বা সিরামও ব্যবহার করতে পারেন। এগুলি শরীরে থাকা ফ্যাট সেলগুলি ডিহাইড্রেট করে এই সেলুলাইটের প্রভাব কিছুটা হলেও কমিয়ে আনতে পারে।
আরও পড়ুন: তৈলাক্ত ত্বকের পরিচর্যায় কফির চমক
ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না
কফি বিনসের যে তেল ত্বকে লাগাতে পারলে চমত্কার ফল পাওয়া যাবে। এতে ত্বকের অত্যন্ত জরুরী প্রোটিন কোলাজেন ও এলাস্টিন থাকে। এর ফলে ত্বক টানটান হয়। এবং ত্বকে বলি রেখা বা লালচে ভাব কিংবা দাগছোপ চলে যায়। কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আপনার ত্বককে অকাল বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।
ত্বকে আর্দ্রতার জোগান দেয়
কফি ট্রান্সএপিডারমাল ওয়াটার লস কমিয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। অ্যান্টি অক্সিডেন্টস ত্বকের জ্বালা ভাব কমিয়ে আনে। এর পাশাপাশি ভ্যাসোকনস্ট্রিকটর হিসেবে, অর্থাত ত্বকের লালচে ভাব কমিয়ে আনার কাজ করে কফি।
চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে কফি
চোখের নীচে ফোলাভাব বা ত্বকের ভোলাভাব কমিয়ে আনে কফি। কফি যুক্ত ক্রিম লাগালে এই ক্রিমের উপাদান হিসেবে যে ক্যাফেন থাকে সেটা এই ফোলাভাব কমাতে সাহায্য করে। ক্যফেন এই ফোলা জায়গাগুলোতে রক্তা চলাচল বন্ধ করে দেয় এবং ফোলাভাব কমিয়ে আনে। দেখবেন যে কোনও ডি-পাফিং ক্রিমে উপাদান হিসেবে কফি থাকবেই।
ব্রণর সমস্যায় কাজে আসে কফি
কফির বিশেষ দুটি উপাদান ক্লোরোজেনিক অ্যাসিড ও নিয়াসিনের অ্যন্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি ব্যাক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে। তাই এগুলো ব্রণর সমস্যা সমাধানে খুবই উপকারী।