আজকাল হোম ডেকরে মিনিম্যালিস্ট থিম বেশ ট্রেন্ডিং। অযথা একগাদা জিনিসপত্র কিংবা ভারী আসবাবপত্রে ঠাসা ঘরের তুলনায় ছিমছাম অন্দরসজ্জা বেছে নিচ্ছেন অনেকেই। এতে ঘর গুছোতে জায়গা, সময় ও অর্থ সব কিছুরই সাশ্রয় হয়। তবে সব সময় যে হালকা রঙ কিংবা ছিমছাম কারুকার্য দিয়েই যে ঘর সাজালে ভাল লাগবে আর উজ্জ্বল রঙ ভাল লাগবে না তা কিন্তু নয়। ছিমছাম অন্দরসজ্জায় উজ্জ্বল রঙয়ের ছোঁয়া আপনার হোম ডেকরে এক অন্য মাত্রা যোগ করতে পারে। তবে উজ্জ্বল ও গাঢ় রঙয়ের মধ্যে গুলিয়ে ফেলবেন না যেন। আর কীভাবে আপনার মিনিম্যালিস্ট থিমে উজ্জ্বল রঙ যোগ করে অন্দরসজ্জায় এক অন্য মাত্রা যোগ করবেন দেখে নিন-
উজ্জ্বল রঙ আপনার বাড়ির পরিবেশ ইতিবাচক করে তোলে
আপনার হালকা রঙ পছন্দ হলে সাদা রঙ কিংবা অন্য দুরকমের হালকা রঙয়ের শেড ব্যবহার করতে পারেন। এতে ঘরের পরিবেশ আরও ইতিবাচক ও আনন্দে ভরিয়ে তুলবে। আবার হালকা রঙয়ের দেওয়ালের সঙ্গে ‘মিক্স অ্যান্ড ম্যাচ থিমে’ উজ্জ্বল রঙয়ের আসবাবপত্র কিংবা শো পিস বা ওয়াল হ্যাঙ্গিং কিংবা পর্দা বা কুশন কভার দিয়ে ঘর সাজাতে পারেন। হলুদের উজ্জ্বল শেড কিংবা মিন্ট গ্রিন বা নীলের নানান শেড বাছতে পারেন।
উজ্জ্বল রঙ আপনার অন্দর সজ্জাকে করে তুলবে অন্যন্য
উজ্জ্বল রঙ হোম ডেকরে এক অন্য মাত্রা যোগ করে। তাই আর পাঁচজনের থেকে অন্দরসজ্জায় ব্যতিক্রমী হতে চাইলে উজ্জ্বল রঙ কাজে লাগাতে পারেন। তবে ঘরের এই সাজসজ্জায় পারদর্শীতার প্রয়োজন না হলেই ফল হবে একেবারে উল্টো। তাই অন্দরসজ্জায় উজ্জ্বল রঙয়ের ব্যবহারের আগে হিসেব নিকেশ করেই নামুন মাঠে।
অন্দর সজ্জায় উজ্জ্বল রঙ সব সময় বাড়িকে দেখায় ঝা চকচকে
ঘরে উজ্জ্বল রঙ থাকলে বাড়ি আপনা থেকেই দেখতে বেশ পরিষ্কার ও ঝা চকেচকে লাগে। দেওয়ালের রঙয়ের সঙ্গে আসবাবপত্র, পর্দার কাপড় ও শো পিস সব কিছু দেখে মনে হয় যেন সব কিছু একে অপরের পরিপূরক। এতে বাড়ির অন্দরসজ্জা হয়ে ওঠে আরামদায়ক ও ইতিবাচক। তাই সময়ের অভাবে প্রত্যেকদিন সে ভাবে বাড়ি ঘর গুছিয়ে রাখার সময় না থাকলে অন্দরসজ্জায় অবশ্যই ব্যবহার করুন উজ্জ্বল রঙ। তবে অবশ্যই উজ্জ্বল ও গাঢ় রঙ গুলিয়ে ফেললে চলবেন না তা হলে কিন্তু সব মাটি হয়ে যেতে পারে। হালকা রঙয়ের উজ্জ্বল শেড ঘরকে আলো ঝলমলে রাখবে।