বিশ্বে মৃত্যুর একাধিক কারণের মধ্যে আত্মহত্যা অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রত্যেক বছর কমপক্ষ্যে ৭ লক্ষ্য মানুষ আত্মহত্যা করে মৃত্যু হয়। বিশেষ করে ১৫ থেকে ১৯ বয়সী কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবথেকে বেশি।
জীবনযুদ্ধে নিজেকে অসহায় ভেবে অনেকই আত্মহত্যার পথ বেছে নেন। আর এই কাজে শুধু ওই ব্যক্তি নয় এই সিদ্ধান্তে ভীষণ ভাবে প্রভাব ফেলে মৃতের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সহকর্মীদের ওপরও। তবে সঠিক পদক্ষেপ, সচেতনতা, কাউনসিলিংয়ের মাধ্যমে এই অপ্রীতিকর পরিস্থিতি অনেক ক্ষেত্রেই এড়িয়ে যাওয়া যেতে পারে। এই লক্ষ্যেই আজকের দিন, ১০ ই সেপ্টেম্বার প্রতিবছর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে উদযাপিত হয় ।
Today is #WorldSuicidePreventionDay #Suicide is a global public health issue.
All ages, sexes and regions of the world are affected.There is a lot we can do to prevent suicide https://t.co/r9RvvtGoxp pic.twitter.com/iIZ0EBCWmK
— World Health Organization (WHO) (@WHO) September 10, 2021
মানসিক অসুস্থতার কারণে যেমন এই পথে হাটেন অনেকে তেমনি আবার সাময়িক সমস্যায় আবেগপ্রবণ হয়ে এই পথ বেছে নেন অনেকে। আপনার চেনা পরিচিতের গন্ডির মধ্যে এ রকম মানুষকে কীভাবে চিনবেন? এই নিয়ে সচেতনাতা বাড়াতে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কোনও ব্যক্তির এই ধরনের আচরণ দেখলে সজাগ হোন। তিনি এড়িয়ে গেলেও আপনি কথা বলার চেষ্টা করুন। সে কথা বলতে না চাইলে তাঁকে কাউনসেলারের কাছে নিয়ে যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যাঁদের নিয়ে ঝুঁকি বেশি-
আপনার পরিচিতদের ব্যবহারে এই লক্ষণগুলি দেখতে পেলে এই বিষয়গুলো মেনে চলুন–