নতুন সপ্তাহে আর্থিক স্বচ্ছলতা, চাকরি, স্বাস্থ্য ও সম্পর্ক কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কি? সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা নাকি সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে ভালবাসার মানুষ কী কাছে আসবে? গ্রহ-নক্ষত্রের অবস্থানের বদল নতুন সপ্তাহে (৩১ অক্টোবর থেকে-৬ নভেম্বর) তুলা, বৃশ্চিক ও ধনু রাশিগুলিতে কতটা প্রভাব ফেলবে জেনে নিন-
তুলা (Libra)
তুলা রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ মিশ্র থাকবে। একদিকে যেমন মানসিক চাপ তৈরি হবে তেমনই আবার কোনও অপ্রত্যাশিত কারণে পরিবারে খুশির পরিবেশ সৃষ্টি হবে। মঙ্গল এবং বুধবারে ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা থাকবে। এই দু’দিন বিরোধীরা সক্রিয় থাকবে এবং যে কোনও কাজে বাধা সৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতির পরিবর্তন ঘটবে। বৃহস্পতি ও শুক্রবার এই দু’দিন অর্থ লাভের যোগ রয়েছে। শনিবারের দিন অলস ভাব আপনাকে কাবু করবে। এরইমধ্যে আয়ের ঘাটতি আপনার চিন্তা বাড়াবে। তবে শনিবার বিকেল থেকে ফের পরিস্থিতি আপনার অনুকুল হয়ে উঠবে। এই সময়ে নির্ধারিত লক্ষ্যে সহজেই পৌঁছে যাবেন।
কী করবেন- বাধা বিপত্তি কাটাতে গরীব বাচ্চাদের মিষ্ঠি ও বস্ত্র দান করতে পারেন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল: মেষ, বৃষ ও মিথুন
বৃশ্চিক (Scorpio)
সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির জাতকদের কাজে উত্সাহ কম থাকবে। তবে সপ্তাহে শুরুতে এর কোনও প্রভাব কাজে পড়বে না। আর্থিক স্বচ্ছলতাও বজায় থাকবে। সব কাজ সময়ের মধ্যে মিটে যাবে। সপ্তাহের মাঝ থেকেই কাজে উত্সাহ ফিরে পাবেন। নতুন কাজে মন বসবে। মঙ্গল এবং বুধবারে অরাজকতার পরিবেশ সৃষ্টি হলে আপনি ভীষণ রেগে যাবেন। তবে রাগ দেখালে চলবে না মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে। এই অবস্থায় নিজেকে একা মনে হতে পারে। যে কোনও কাজ করতে গেলেই বাধার সম্মুখিন হতে হবে। তবে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন মেজাজ হারালে চলবে না। বুঝেশুনে কাজ করতে হবে, এমনকি কাছের লোকজন যাদের ওপর ভরসা করবেন তারা হতাশ করতে পারে। সপ্তাহের শেষের দিকে বিতর্কিত বিষয়গুলি থেকে দূরে থাকুন। আয়ের অভাব হতে পারে।
কী করবেন- বাড়ির ছোট মেয়ে কিংবা প্রতিবেশীদের ছোট মেয়েকে নতুন বস্ত্র কিনে দিতে পারেন।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল কর্কট, সিংহ ও কন্যা
ধনু (Sagittarius)
সপ্তাহের শুরুতেই নতুন বস্ত্র ও গয়নাগাটি উপহহার হিসবে পেতে পারেন। কাজের গতি বাড়বে। মঙ্গল ও বুধবার কাজের চাপ থাকবে। তবে আগের সপ্তাহের বাকি পড়ে যাওয়া কাজও এই সপ্তাহে সুসম্পন্ন হবে। ধার দেনার দায় থেকে মুক্ত পাবেন। আয়ের পথ সুগম থাকেব এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বড় কোনও কাজ ভালভাবে মিটে যাবে। বৃহস্পতি ও শুক্রবার ধনু রাশির রাজনীতিবিদদের জন্য সময় খুব শুভ। পদোন্নতির যোগ রয়েছে। সপ্তাহের শেষেও উপহার প্রাপ্তির যোগ রয়েছে। তবে শনিবারের দিনটি অন্যাবশ্যক চিন্তায় কাটবে। এই সময় মানসিক চাপ বাড়বে এবং ভবিষ্যত্ নিয়ে চিন্তা বাড়বে।
কী করবেন- দুঃস্থ বয়স্ক মহিলাদের বস্ত্র ও ফল দান করতে পারেন। বাধা বিপত্তি কেটে যাবে।
আরও পড়ুন: সাপ্তাহিক রাশিফল মকর, কুম্ভ ও মীন