আজ থেকে শুরু হয়ে গেছে নতুন সপ্তাহ। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। কেমন থাকবে স্বাস্থ্য? গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-
বৃশ্চিক রাশি
এই সপ্তাহে বিন্দুমাত্র বিচলিত না হয়েই নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়াই সব থেকে ভাল। বাধা বিঘ্ন অনেক পাবেন তবে একনিষ্ঠ হয়ে লক্ষ্যে দিকে এগিয়ে গেলে সাফল্য পাবেন অবশ্যই। পরিবারের থেকে সাহায্য পাবেন। বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার আপনার চিন্তা বাড়বে। উপার্জন কমবে। তবে অন্যদিকে স্থায়ী সম্পত্তির থেকে আর্থিক লাভের যোগ রয়েছে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি– মঙ্গলবার এবং বুধবার কাজের চাপ থাকবে। তবে কোনও বিতর্ক বা বিবাদে জয়ী হবেন। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার আয়ের পথ আরও প্রশস্ত হবে। উপার্জনের জন্য খুবই ভাল দিন। তবে শনিবার আয় কমতে পারে পাশাপাশি কোনও ক্ষতির সম্ভাবনাও রয়েছে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার জন্য সময়টা ভাল তবে নতুন কোনও কিছুতে লগ্নির সময় সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে কাওকে ধার দেবেন না। চাকরির জন্য সময় ভাল। আপনার কাজে উর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি থাকবে।
শিক্ষা- শিক্ষার জন্য সময়টা শুভ। আশানুরূপ পরিণাম পাবেন। শিক্ষকদের সাহায্য পাবেন।
স্বাস্থ্য- স্বাস্থ্যের দিক থেকে সময়টা ভাল যাবে না। শারীরিক ও মানসিক স্বাস্থ্য দু’ক্ষেত্রেই চিন্তা তৈরি হবে। পায়ের ব্যাথা ভোগাবে এবং সন্তানের রোগ নিয়ে দুশ্চিন্তা হতে পারে। মানসিক চাপ থাকবে।
প্রেম– প্রেমের জন্য প্রতিকুল পরিস্থিতি থাকবে। মনের মানুষের সঙ্গে বিবাদ হতে পারে। যারা বিবাহিত তারা অন্যের কথা শুনে দাম্পত্য জীবনে অকারণে অশান্তি ডেকে আনতে পারেন। তাই এই নিয়ে সতর্ক থাকুন।