প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা নতুন সপ্তাহে কোনটা কাজটা সহজ হবে? কোথায় আবার সৃষ্টি হবে জটিলতা। সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা না পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন। সব কেমন হবে, কী বলছে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল। মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ (২৫শে এপ্রিল থেকে ১লা মে) দেখে নিন-
মেষ
(মার্চ ২১- এপ্রিল ১৯)
Aries (March 21-April 19)
মেষ রাশির দশম স্থানে রয়েছে চন্দ্র ফলে কাজে সাফল্য আসবে, সময় মতো কাজ মিটবে। পাশাপাশি নতুন কাজ বা দায়িত্বের প্রাপ্তিও হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ পাওয়ার যোগ রয়েছে। তবে এই সপ্তাহে ব্যস্ততা থাকবে তুঙ্গে। কোনও ধরণের সমস্যায় বাবার সাহায্যে কাজে সাফল্য লাভ করবেন।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- মঙ্গল এবং বুধবার আয়ের জন্য শুভ। সমস্যার সমাধান হবে এবং কাজে সাফল্য আসবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পরিস্থিতি কঠিন হবে সামলে চলতে হবে। রাগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।
চাকরি ও ব্যবসা- কর্মজীবনে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চাকরির ক্ষেত্রে সপ্তাহন্তে প্রোমোশনের যোগ রয়েছে।
শিক্ষা- পড়াশোনার জন্য ভাল সময়। পড়ুয়াদের মনোযোগ বাড়বে সব রকমের সাহায্য পাবে।
স্বাস্থ্য- স্বাস্থ্যের দিক দিয়ে এই সপ্তাহ তেমন ভাল না। সর্দি, জ্বর কাশি এবং চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে।
প্রেম– প্রেমের দিক থেকে সময়টা বেশ ভাল। প্রেমের প্রস্তাব পাবেন এবং অবিবাহিতদের জন্য বিয়ের যোগ তৈরি হবে।
(ছবি সৌ: Unsplash)
আরও পড়ুন:
দেখে নিন বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে নতুন সপ্তাহ
দেখে নিন সিংহ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
দেখে নিন কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
তুলা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
ধনু রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
মকর রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
কুম্ভ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ
মীন রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ