ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান জীবন সুখে-শান্তিতে কাটুক। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন নতুন সপ্তাহে (২০-২৬ জুন)কী বলছে আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
মীন রাশি (Pisces)
নতুন সপ্তাহে ব্যয় হবে বেশি এবং মানসিক চাপ বাড়বে। কাজে বাধা সৃষ্টি হবে এবং কাজ সম্পন্ন হতে দেরি হবে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ কর্মচারীরা অকারণে আপনাকে বিরক্ত করবে। বাহন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টা শুভ নয়। ব্যবসায় কর্মচারীদের নিয়ে সমস্যা হতে পারে। একইভাবে চাকরির ক্ষেত্রেও কাজ সম্পন্ন করতে সমস্যা হতে পারে। একটা মানসিক চাপ তৈরি হবে।
স্বাস্থ্য- স্বাস্থ্য মোটের ওপর ভাল থাকলেও কানের সমস্যা ভোগাতে পারে।
প্রেম– প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সময়টা শুভ। নতুন সঙ্গীর খোঁজ অবশেষে শেষ হবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।
কী করবেন- শ্রীকৃষ্ণকে মিশ্রি অর্পণ করুন কাজের সমস্যা ও বাধা বিপত্তি কেটে যাবে।
আরও পড়ুন: