ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান জীবন সুখে-শান্তিতে কাটুক। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন নতুন সপ্তাহে (২০-২৬ জুন)কী বলছে আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
তুলা রাশি (Libra)
নতুন সপ্তাহে বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন পড়বে। তাই মাথা ও মনকে শান্ত রাখতে হবে। নতুন সপ্তাহে কোনও রকমের লগ্নির পথে হাটবেন না। কাজের জায়গায় ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাগের বশে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে নইলে বাড়াবাড়ি হলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি– সপ্তাহের শুরুটা ভাল হলেও বাকি দিনগুলোতে কাজের জায়গা নিয়ে চিন্তা থাকবে। তবে সপ্তাহের শেষে মনের মানুষ, বন্ধু ও পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল যাবে না। চাকরির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার গতিও মন্থর থাকবে।
স্বাস্থ্য- বড় কোনও সমস্যা হবে না ঠিকই তবে মানসিক চাপের কারণে মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন।
প্রেম– প্রেম ও সম্পর্কের জন্য সময়টা ভাল। প্রেমে মানসিক ভাবে একে অপরের কাছাকাছি আসবেন। মনের মানুষের গুপ্ত অনেক কথা জানতে পারবেন। বিবাহিতদের জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য মিটে দাম্পত্য জীবন আরও সুখের হবে।
কী করবেন- মন খারাপ ও বাধা বিপত্তি কাটাতে হনুমানজি ও গণেশকে সিঁদুর ও ঘি অর্পণ করুন।
আরও পড়ুন: