ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান জীবন সুখে-শান্তিতে কাটুক। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন নতুন সপ্তাহে (২০-২৬ জুন)কী বলছে আপানার রাশিফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
কর্কট রাশি (Cancer)
নতুন সপ্তাহ কর্ক রাশির জাতকদের জন্য খানিকটা কঠিন হবে। তবে এই বিষয়টা আপনাকে ভাবিয়ে তুলবে না বা কোনও মানসিক চাপ সৃষ্টি করতে পারবে না। ফলে শত বাধা পেয়েও আপনার কাজ থেমে থাকবে না। আপনি সমস্ত বাধা অতিক্রম করবেন। এই সপ্তাহে বিবাদিত যে কোনও বিষয় কিংবা দীর্ঘদিনের মামলা মোকদ্দমা আপনার পক্ষে যাবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- সপ্তাহের দিনগুলো দারুণ কাটবে তবে বৃহস্পতিবারে দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পরিস্থিতি কিছুটা প্রতিকুল হতে পারে। কে আপনার শুভানুধ্যায়ী ও কারা শুধু সুবিধাভোগী তার ফারাক করার সময় বুঝেশুনে সিদ্ধান্ত নিন।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার জন্য সময়টা বেশ শুভ। ব্যবসায় নতুন সুযোগ তৈরি হবে। চাকরিতেও মন প্রসন্ন থাকবে তবে এই সপ্তাহে নতুন সম্ভাবনার হাতছানি আপনার মনে চাকরি পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে তুলতে পারে।
স্বাস্থ্য- স্বাস্থ্য মোটের ওপর ভালই কাটবে তবে দাঁতের ব্যথা ভোগাবে আর বেশি ঘুম পাবে।
প্রেম– প্রেমের জন্য সময়টা দারুণ। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে এবং প্রেম সম্পর্কে পরস্পরের প্রতি ভালবাসা এবং টান আরও বাড়বে।
কী করবেন- সপ্তাহের প্রতিটা দিন যাতে ভাল কাটে তাই শিব ঠাকুরকে দুধ মেশানো জল অর্পণ করতে পারেন।
আরও পড়ুন: