ভবিষ্যৎ নিয়ে মানুষ চিরকালই উদগ্রীব। আর এই নিয়ে আগাম কিছু ইঙ্গিত পেতে তাই মানুষ সর্বদাই মুখিয়ে থাকে কারণ প্রত্যেকে চান জীবন সুখে-শান্তিতে কাটুক। যদিও ভবিষ্যৎ সম্পর্কে জানা সম্ভব নয়,তবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল কতটা প্রভাব ফেলতে পারে রাশিফলে তার একটা আভাস পাওয়া যায়। নতুন সপ্তাহে প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কেমন হবে সম্পর্কের সমীকরণ, ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে কী ভালবাসার মানুষ? জেনে নিন কী বলছে আপানার রাশিফল ফলে গ্রহ নক্ষত্রের অবস্থান-
কুম্ভ রাশি (Aquarius)
নতুন সপ্তাহে ভাগ্য সদয় হবে এবং সময়মতো কাজ সম্পন্ন হবে। যাবতীয় পরিকল্পনা সফল হবেন। নতুন কাজের প্রাপ্তি হবে। আয়ের পথ সুগম হবে উপার্জন ভাল হবে।
চাকরি ও ব্যবসা- চাকরি ও ব্যবসার জন্য সময়টা শুভ। দু’ক্ষেত্রেই উন্নতির যোগ রয়েছে। ব্যবসার পসার ঘটবে এবং চাকরিতে পদোন্নতি হবে।
স্বাস্থ্য- বড় কোনও বিপদ বা অসুস্থতা হবে না ঠিকই তবে মানসিক চাপের কারণে মেজাজ খারাপ থাকবে এবং গায়ে হাতে পায় ব্যথা ভোগাতে পারে।
প্রেম– প্রেম ও সম্পর্কের জন্য সময়টা বেশ ভাল। প্রেমে সাফল্য আসবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। পরস্পরের সহযোগিতায় সংসার সুখের হবে।
কী করবেন– বাধা বিপত্তি কাটাতে দুর্গা ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ অর্পণ করুন।
আরও পড়ুন: