শুরু হয়ে গেছে এক নতুন মাস, নতুন সপ্তাহ ও নতুন একটা দিনের। কেমন হবে এই নতুন সপ্তাহ।প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে?কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছেকী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিননাকিসপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন। ধনু রাশির জাতকদের জন্য কেমন কেমন হবে নতুন সপ্তাহ। গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন
ধনু (নভেম্বর ২২-ডিসেম্বর ২১)
Sagittarius (Nov 22- Dec 21)
ধনু রাশিতে চন্দ্রের পঞ্চম স্থান সুসংবাদ নিয়ে আসবে।এর ফলেভেস্তে যাওয়া কাজও ভাল ভাবে সম্পূর্ণ হবে।এই সময়টা সুখের হবে।তবে সোমবার ও মঙ্গলবার বিরোধীরা সক্রিয় হতে পারে তাই একটি সামলে চলতে হবে। সপ্তাহের মাঝেই যাত্রার যোগ রয়েছে।পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। এই সপ্তাহ আর্থিক দিকে থেকে শুভ। অর্থ উপার্জন হবে।নতুন সম্পর্ক তৈরি হবে।সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ধার্মিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ তৈরি হবে। সপ্তাহে শুরু তে আর্থিক ভাবে সচ্ছল থাকলেও শেষের দিকে ব্যয়ের সম্ভাবনা রয়েছে।অহেতুক কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
চাকরি ও ব্যবসা-ব্যবসার জন্য এই সপ্তাহ শুভ বেশ কিছু নতুন লাভজনক প্রস্তাব পাবেন। তবে চারকরি ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকুল থাকবে। কোনও ছোট খাটো বিষয় নিয়ে চাকরিতে সমস্যার সৃষ্টি হতে পারেষ
শিক্ষা-শিক্ষার দিক দিয়ে সময়টা শুভ না।শিক্ষাক্ষেত্রে বহিরাগতরা কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। পড়াশোনায় মন বসবে না কোনও মতেই।
স্বাস্থ্য-বাঁ চোখে ব্যথা বা আঘাত পেতে পারেন।পেটে ব্যথার সম্ভাবনা রয়েছে।
প্রেম-প্রেমের জন্য এই সপ্তাহ বেশ ভাল।জীবনে নতুন প্রেম আসবে যার দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল।অবিবাহিতরা বিয়ের প্রস্তাবে পাবেন। বিবাহিতদের দাম্পত্য জীবনে আরও সুখের হবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।
আরও পড়ুন: