আজ থেকে শুরু হয়ে গেছে এক নতুন মাস, নতুন সপ্তাহ ও নতুন একটা দিনের। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন। সিংহ রাশির জাতকদের জন্য কেমন কেমন হবে নতুন সপ্তাহ। গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন
সিংহ
এই রাশির অধিপতি সুর্য এখন উচ্চস্থানে পাশাপাশি চন্দ্রের অবস্থানও এই রাশির জন্য যথেষ্ট অনুকুল। এই দুইয়ের ফলে সিংহ রাশির পক্ষে সময়টা বেশ শুভ। আটকে যাওয়া কাজে গতি আসবে এবং অর্থ উপার্জনের জন্য এই সময়টা ভীষণ অনুকুল। সমাজে সম্মান বাড়বে এবং পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে এবং কর্মসূত্রে নতুন নতুন জায়গায় যাওয়ার সুযোগ হবে। যাত্রা সুখের হবে এবং সন্তানের কাজে বা কৃতিত্বে মন খুশিতে ভরে উঠবে। সংসারে সুখ আসবে। তবে শুক্র ও শনিবার একটু সামলে থাকতে হবে। অহেতুক ব্যয়ের সঙ্গে দুশ্চিন্তা বাড়াবে অনর্গল দোষারোপ। পরিবার ও কার্যস্থলে বিবাদের সম্ভাবনা প্রবল
চাকরি ও ব্যবসা- কর্মজীবন সুখের হবে। ব্যবসার উন্নতি হবে এবং চাকরির ক্ষেত্রে এত দিনে যে ব্যবধান তৈরি হয়েছিল তা সহজে মিটে যাবে।
শিক্ষা- পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে। রহস্যময় বিষয়ে বিদ্যার্জনের দিকে ঝোঁক বাড়তে পারে।
স্বাস্থ্য- স্বাস্থ্যের কারণে কষ্ট বাড়বে। চোখের ও দাঁতের সমস্যা তৈরি হতে পারে। আগুনের থেকে সামলে থাকতে হবে।
প্রেম– প্রেমের জন্য সময়টা প্রতিকুল। অনিচ্ছা সত্ত্বেও অপছন্দের মানুষের সঙ্গে সময় কাটাতে বাধ্য হবেন। বিয়ের ক্ষেত্রে অহেতুক বিলম্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।