আজ থেকে শুরু হয়ে গেছে এক নতুন মাস, নতুন সপ্তাহ ও নতুন একটা দিনের। কেমন হবে এই নতুন সপ্তাহ। প্রেম, চাকরী, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনেদের সঙ্গে সুখে শান্তিতে কাটবে দিন নাকি সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক আপনার রাশিফলে অবশ্যই দেখতে পাবেন। … রাশির জাতকদের জন্য কেমন কেমন হবে নতুন সপ্তাহ। গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন
মেষ (মার্চ ২১- এপ্রিল ১৯)
Aries (March 21-April 19)
এই সপ্তাহে মেষ রাশিতে চন্দ্র গোচর হবে। এর ফলে ধার দেনার থেকে মুক্তি পাবেন। একইসঙ্গে নতুন কাজ করার সুযোগ তৈরি হবে। কাজ করতে সাহায্য পাবেন। দীর্ঘদিনের বিবাদিত মামলা মোকদ্দমায় জয়ী হবেন। তবে কোনও ঝুঁকিপূর্ণ কাজে হাতে দেবেন না। একা কোথাও কোনও নির্জন জায়গায় একা একা যাবেন না। সপ্তাহের শেষে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করবেন। একাধিক কাজ জমবে এবং সেগুলো মিটতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রে বিশেষ কোনও সাহায্য পাবেন না। এই সপ্তাহে অহেতুক অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে।
চাকরি ও ব্যবসা- কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আচমকা ব্যবসার গতি বাড়তে পারে।
শিক্ষা- বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। তবে পড়াশোনায় পিছিয়ে পড়ার একটা আতঙ্ক কাজ করবে। প্রয়োজনীয় বেশ কিছু সুযোগ সুবিধের অভাব তৈরি হবে।
স্বাস্থ্য- পেটের সমস্যা থাকবে। ডান পায়ের ত্বক নিয়ে কোনও সমস্যা তৈরির সম্ভাবনা থাকতে পারে।
প্রেম– প্রিয়জনের থেকে পূর্ণ সাহায্য পাবেন এবং বৈবাহিক জীবন সুখ ও শান্তির হবে।
আরও পড়ুন: