Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৯ মে ২০২৫ |
K:T:V Clock
Weekly Horoscope: বড়দিনের ছুটিতে থাকছে বেড়াতে যাবার সুযোগ না কী পরিকল্পনা ভেস্তে দেবে পাহাড় প্রমাণ কাজের চাপ
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  সুদেষ্ণা নাথ
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৫:২৭ পিএম
  • / ১১৭ বার খবরটি পড়া হয়েছে
  • সুদেষ্ণা নাথ

কেমন হবে এই নতুন সপ্তাহ।  প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী? পরিবার পরিজনদের সঙ্গে সুখে-শান্তিতে কাটবে দিন না কী সপ্তাহ জুড়ে থাকবে চূড়ান্ত ব্যস্ততা। ভবিষ্যতের কথা জানা সহজ নয় ঠিকই তবে তার কিছু ঝলক গ্রহ নক্ষত্রের অবস্থানের বদলে আন্দাজ করা সম্ভব। এই সপ্তাহের শেষেই পড়ছে বড়দিন। বছরের শেষ উত্সবে কেমন কাটবে। এই পরিবর্তন নতুন সপ্তাহ, ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, আপনার রাশিফলে কী কী প্রভাব ফেলতে পারে তা জেনে নিন-

মেষ (Aries)

এই সপ্তাহে মেষ রাশির জাতকদের বিচারবুদ্ধি খানিকটা বিভ্রান্তীকর থাকবে। স্বভাবে পরিবর্তন আসবে। নতুন কোনও কাজে উত্সাহের অভাব দেখা দেবে। তাই এই সপ্তাহে ভাল মন্দ বিচার করার জন্য আপনার বিশ্বস্ত কাছের মানুষদেরও ওপরি নির্ভর থাকতে হবে। তবে বিরোধীরা সক্রিয় থাকবে তাই কোনও ঝুঁকিপূর্ণ কাজে হাতে দেবেন না। বুধ এবং বৃহস্পতিপার মন ভাল থাকবে। এই সপ্তাহের শেষের দিকে সুসংবাদ প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে শুক্র ও শনিবার সমস্যা তৈরি হতে পারে। একাধিক কাজ জমবে এবং সেগুলো মিটতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দু’দিন আপনাকে সামলে চলতে হবে। এই সপ্তাহ প্রেমের জন্য সময়টা ভাল না। কাছের মানুষের থেকে দূরে থাকতে হবে। প্রিয় মানুষের সঙ্গে অশান্তি হতে পারে। তবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে।

বৃষ (Taurus)

সপ্তাহের শুরুটা বেশ ভালই হবে। সন্তানের কাছ থেকে সুখ প্রাপ্তির যোগ রয়েছে। আপনার চটপটে স্বভাবের জন্য কাজ দ্রুত শেষ হবে। কাজ ঠিক মতো হবে এবং অর্থ উপার্জনের জন্য সময়টা বেশ ভাল। বুধবার এবং বৃহস্পতিবার আলস্য ঘিরে ধরবে ফলে কাজ বিঘ্নিত হবে। কাজ পিছিয়ে দেওয়ার প্রবণতা বাড়বে আর মনোরঞ্জন ও বিনোদনের প্রতি আকর্ষণ বাড়বে। সপ্তাহের শেষে বড় কোনও কাজের সুযোগ তৈরি হতে পারে। আয়ের নতুন পথ তৈরি হবে। এবং পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। পাশাপাশি স্থায়ী সম্পত্তি লাভের যোগও রয়েছে। পরিবারের সদস্যদের মধ্য ভুল বোঝাবুঝি মিটে সম্পর্কের উন্নতি হবে।

মিথুন (Gemini)

নতুন সপ্তাহে মিথুন রাশির জাতকদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে। তা সত্ত্বেও আশানুরূপ ফল পাবেন না। প্রভাব পড়বে উপার্জনে, আয় কম হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন লোকজনের সঙ্গে চেনা পরিচয় হবে। মঙ্গলবার বিকেল থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন। কাজে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। বুধবারের দিনটি ভালই কাটবে। তবে লাভের মুখ দেখবেন বৃহস্পতিবারে। যদিও এর খানিকটা পরিবর্তন হয়ে শুক্র-শনিবার পরিস্থিতির পরিবর্তন হবে। চিন্তা বাড়বে তবে কাজে মন বসবে না। এই সপ্তাহে শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠার সম্ভাবনা প্রবল।

কর্কট (Cancer) 

কর্কট রাশিতে সপ্তাহের শুরুটা ভালই হবে। লক্ষ্যভেদ করতে সফল হবেন। ভাগ্য সদয় থাকবে। তবে এই সপ্তাহে অত্যাধিক ব্যয় চিন্তা বাড়াতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি বুধ ও বৃহস্পতিবার মন খারাপ হবে। বিরোধীদের পরাস্ত করতে সফল হবেন। এই সময় নানা রকমের সমস্যা তৈরি হতে পারে। তবে পরিস্থিতি দ্রুত বদলাবে। কাজ বেশি করবেন কিন্তু আয় তেমন ভাল হবে না। তবে শুক্র ও শনিবার পরিস্থিতি বদলাবে। সামাজিকভাবে আরও প্রতিষ্ঠিত হবেন। শনিবার কাজের ব্যস্ততা থাকবে। ধার্মিক কাজকর্মে অংশগ্রহণের যোগ রয়েছে।

সিংহ (Leo)

এই সপ্তাহে সিংহ রাশির পক্ষে সময়টা বেশ শুভ। আটকে যাওয়া কাজে গতি আনবে এবং অর্থ উপার্জনের জন্য এই সময়টা বেশ অনুকুল। সমাজে সম্মান বাড়বে এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়েছে। কাজের ক্ষেত্রে সাফল্য আসবে এবং কর্মসূত্রে নতুন নতুন জায়গায় যাওয়ার সুযোগ হবে। যাত্রা সুখের হবে এবং সন্তানের কাজে বা কৃতিত্বে মন খুশিতে ভরে উঠবে। সংসারে সুখ আসবে। তবে শুক্র ও শনিবার একটু সামলে থাকতে হবে। অহেতুক ব্যয়ের সঙ্গে দুশ্চিন্তা বাড়াবে অনর্গল দোষারোপ। তবে সপ্তাহে জুড়ে ভাগ্য সদয় থাকবে প্রতিকুল পরিস্থিতি সহজেই কাটিয়ে উঠবেন। 

কন্যা (Virgo)

এই রাশিতে চন্দ্রের আসপ্তাহ জুড়ে বড় সড় সাফল্য প্রাপ্তির যোগ তৈরি করেছে। কাজের জায়গায় আপনার যোগদানের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা সপ্তাহে কাজ নিয়মমাফিক এগোবে। আর রবিবার বাদে সপ্তাহ জুড়ে অর্থ উপার্জনের জন্য সময়টা বেশ শুভ। আয়ের পথ প্রশস্ত হবে। বিরোধীদের সহজেই দমন করতে পারবেন। কার্য ক্ষেত্রে ইন্নতি হবে। কাজের পরিসর আরও বিস্তৃত হবে। শুক্র ও শনিবার পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। আয় বাড়ার যোগ রয়েছে। সন্তানের কৃতিত্বের জন্য পরিস্থিতি অনুকুল থাকবে। দুশ্চিন্তা দূরে থাকবে।

তুলা (Libra)

একদিকে এই রাশিতে মঙ্গলের গোচর অন্যদিকে আবার চন্দ্রের দৃষ্টি, সব মিলিয়ে সপ্তাহের শুরু টা দুর্দান্ত হবে।কিন্তু এই যোগ শুধুমাত্র রবিবার দুপুর পর্যন্ত থাকবে।সোমবার ও মঙ্গলবার থেকে প্রতিকুল পরিস্থিতি তৈরি হবে।সমস্যা বাড়বে।একদিকে ব্যায় বাড়বে অন্যদিকে বন্ধু পরিজনদের কাছে থেকে অসহযোগিতায় কষ্ট পাবেন।তবে মধ্যকাল ভাল থাকবে।সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি আবার অনুকুল হবে।নতুন কোনও সমস্যা সৃষ্টি হবে না। অতিথিদের আগমনের যোগ রয়েছে।সমাজের প্রতিষ্ঠিতদের সঙ্গে যোগাযোগহবে।কোনও যাত্রার পরিকল্পনা থাকলে তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক (Scorpio)

রবিবার দুপুরে কোন অজ্ঞাত কারণে মনে ভয় ও দুশ্চিন্তার উদয় হবে ঠিকই তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী হবে না।সোম এবংমঙ্গলবারেপরিস্থিতির কিছুটা বদল ঘটবে।কর ও আইন সংক্রান্ত মামলা নিয়ে সমস্যা মিটবে।তবে বুধ এবং গুরুবার তেমন আয় হবে না। সন্তানের সঙ্গে কথা কাটাকাট, ঝামেলা দুশ্চিন্তা বাড়াবে।আবার শুক্রবার ও শনিবার ভ্যাগ্য সহায় হবে।মা বাবার কাছ থেকে সুখ ও শান্তি প্রাপ্তির যোগ রয়েছে।আয়েরপথ প্রশস্ত হবে।যাত্রা শুভ হবে এবং নতুন কাজের যোগ রয়েছে।

ধনু (Sagittarius)

ধনু রাশিতে চন্দ্রের পঞ্চম স্থান সুসংবাদ নিয়ে আসবে।এর ফলেভেস্তে যাওয়া কাজও ভাল ভাবে সম্পূর্ণ হবে।এই সময়টা সুখের হবে।তবে সোমবার ও মঙ্গলবার বিরোধীরা সক্রিয় হতে পারে তাই একটি সামলে চলতে হবে। সপ্তাহের মাঝেই যাত্রার যোগ রয়েছে।পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। এই সপ্তাহ আর্থিক দিকে থেকে শুভ। অর্থ উপার্জন হবে।নতুন সম্পর্ক তৈরি হবে।সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ধার্মিক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ তৈরি হবে। সপ্তাহে শুরু তে আর্থিক ভাবে সচ্ছল থাকলেও শেষের দিকে ব্যয়ের সম্ভাবনা রয়েছে।অহেতুক কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মকর (Capricorn)

এই রাশিতে লাভের যোগ তৈরিহয়েছে তবে মকর রাশির চতুর্থ স্থানে চন্দ্র থাকায় আয়ের থেকে ব্যয় হওয়ার সম্ভাবনাপ্রবল।রোগের কারণে ব্যয়বাড়বে।পুরোনো সম্পত্তি বিক্রি কিংবা ভাড়ায়ে দেওয়ার মনস্থির করতে পারেন।এক্ষেত্রে সময়টা শুভ। সোম ও মঙ্গলবার আয় বৃদ্ধির যোগ রয়েছে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে।দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পাবে।এই ক্ষেত্রে সন্তানের থেকে সহযোগিতাপাবেন।বুধ এবং বৃহস্পতিবার শত্রুদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে বিবাদের সম্ভাবনা অতি ক্ষিণ।শুক্র এবং শনিবার পরিস্থিতি অনেকটা অনুকুল থাকবে।সুসংবাদ আসতে শুরু করবে। আয় বৃদ্ধি হবে এবং কাজের পরিধির বিস্তার ঘটবে।

কুম্ভ (Aquarius)

কুম্ভ রাশিতে চন্দ্রের অবস্থান ভাল সময় নিয়ে আসবে।দীর্ঘদিনের বিবাদ মিটবে ।শত্রু পরাস্ত হবে।তবে সোমবার ও মঙ্গলবার ব্যয়ের সম্ভাবনা বাড়বে।অহেতুক ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এবং সেখান থেকে নতুন বিবাদ সৃষ্টি হতে পারে।বুধবার ও বৃহস্পতিবার পরিস্থিতি উন্নত হবে এবং নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন।বহু প্রতিক্ষিত কাজ অবশেষে মিটবে।আয় বৃদ্ধি হবে।ভেস্তে যাওয়া কাজ শুভ সম্পন্ন হবে।তবে শুক্রবার এবং শনিবার কোনও অজ্ঞাত ভয় বা মন খারাপ তাড়া করে বেড়াবে।যে কোনও কাজে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

মীন (Pisces)

দ্বিতীয় স্থানে চন্দ্র থাকায় কাজে গতি আসবে এবং পরিকল্পনা সফল হবে।সোমবার এবং মঙ্গলবার একাধিক কাজের সুযোগ তৈরি হবে।আয়ের দিক দিয়ে সময়টা শুভ।নতুন লোকজনের সঙ্গে আলাপ হবে এবং এই পরিচিতি আপনার কাজে আসবে।কাজের জায়গায় সফল হবেন। নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন।নতুন জামাকাপড়ের প্রাপ্তি যোগ রয়েছে।বুধবার ও বৃহস্পতিবার পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটবে। মায়ের সহযোগিতায় এগিয়ে যাওয়ার রসদ পাবেন।পরিবারে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না।শুক্রবার এবং শনিবার সন্তানের জন্য ভাল সময়। পরিবারে সুখ শান্তি ফিরবে। মোটের ওপর মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে ভালই কাটবে

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুজরাতের কচ্ছে এবার ব্ল্যাকআউট
শুক্রবার, ৯ মে, ২০২৫
সব ধরনের ছুটি বাতিল করল AIIMS ভুবনেশ্বর
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারতের প্রত্যাঘাত এড়াতে অসামরিক বিমানকে ঢাল
শুক্রবার, ৯ মে, ২০২৫
গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, কীসের ইঙ্গিত?
শুক্রবার, ৯ মে, ২০২৫
পাঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন, নিশ্চিত করল স্থানীয় কর্তৃপক্ষ
শুক্রবার, ৯ মে, ২০২৫
পাঞ্জাবের ফিরোজপুরে গাড়িতে আগুন, পাক ড্রোন হামলা জনবসতিতে
শুক্রবার, ৯ মে, ২০২৫
শ্রীনগর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ
শুক্রবার, ৯ মে, ২০২৫
পাঞ্জাবে পাকিস্তানি ড্রোন ধ্বংস করল ভারত
শুক্রবার, ৯ মে, ২০২৫
অমৃতসরে শুরু হল গোলাবর্ষণ
শুক্রবার, ৯ মে, ২০২৫
ইন্ডিয়ান আইডল ১২ জয়ী পবনদ্বীপ রাজনের আরও তিন সার্জারি
শুক্রবার, ৯ মে, ২০২৫
বারামুলায় ফের ব্ল্যাকআউট
শুক্রবার, ৯ মে, ২০২৫
ফের জম্মুতে ড্রোন হামলা
শুক্রবার, ৯ মে, ২০২৫
পুঞ্জে ফের বেজে উঠল সাইরেন
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারত-পাক সংঘর্ষের মাঝেই জম্মু থেকে চালু স্পেশাল বন্দে ভারত
শুক্রবার, ৯ মে, ২০২৫
সাংবাদিক বৈঠকে বিরাট ঘোষণা বিদেশ মন্ত্রকের, দেখুন সরাসরি
শুক্রবার, ৯ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team