নববর্ষ ও সপ্তাহন্ত এক সাথে পড়ে যাওয়ায় ছোটখাটো আউটিং সেরে ফেলেছেন অনেকেই। ছুটিয়ে কাটিয়ে এবার ব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটির হ্যাংওভার ও মনডে ব্লুজ কে সঙ্গে নিয়েই প্রচণ্ড গরমে শুরু হচ্ছে এই সপ্তাহ। এদিকে এরই মধ্যে স্থান বদল করেছে রাহু, কেতু ও বৃহস্পতি। এই স্থান পরিবর্তন আপনার রাশির ওপর কতটা প্রভাব ফেলবে কেমন যাবে গোটা সপ্তাহ জেনে নিন-
বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১)
Scorpio (Oct 23- Nov 21)
এই রাশিতে চন্দ্রের স্থান সপ্তাহের শুরুতেই একাধিক সমস্যা তৈরি করবে। ব্যয় বাড়বে কিন্তু আয় কমার সম্ভাবনা রয়েছে। অহেতুক মানসিক চাপ থাকবে। গোটা সপ্তাহে একাধিক চিন্তা ভিড় করে থাকবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- মঙ্গল ও বুধবার কাজে গতি আসবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বৃহস্পতিবার ও শুক্রবার সাহায্য প্রাপ্তির যোগ রয়েছে তবে আয়ের তুলনায় ব্যয়ের যোগ থাকলেও আর্থিক অবস্থার উন্নতি হবে একেবারে সপ্তাহের শেষের দিকে। সন্তানের সাহায্য পাবেন। শনিবারের দিনটি ভাল কাটবে।
চাকরি ও ব্যবসা- চাকরি জীবনে যে রকম ছিল সেরকমই থাকবে। তবে ব্যবসায় নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে।
শিক্ষা- বড়দের কথা বা মন্তব্য শ্রুতিমধুর না হলেও অনুপ্রেরণা জোগাবে।
স্বাস্থ্য- পেটের সমস্যা ভোগাতে পারে।
প্রেম– মনের মানুষের কাছে বেশি কিছুর প্রত্যাশা রাখবেন না হতাশ হতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
সিংহ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
তুলা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?