নববর্ষ ও সপ্তাহন্ত এক সাথে পড়ে যাওয়ায় ছোটখাটো আউটিং সেরে ফেলেছেন অনেকেই। ছুটিয়ে কাটিয়ে এবার ব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটির হ্যাংওভার ও মনডে ব্লুজ কে সঙ্গে নিয়েই প্রচণ্ড গরমে শুরু হচ্ছে এই সপ্তাহ। এদিকে এরই মধ্যে স্থান বদল করেছে রাহু, কেতু ও বৃহস্পতি। এই স্থান পরিবর্তন আপনার রাশির ওপর কতটা প্রভাব ফেলবে কেমন যাবে গোটা সপ্তাহ জেনে নিন-
সিংহ
এই সপ্তাহ পরাক্রম শ্রেষ্ঠ হবে। পরিজনেদের কাছ থেকে সাহায্য পাবেন। ভাগ্য সদয় হবে। কাজে সাফল্য আসবে। সমস্যার নিষ্পত্তি হবে। তবে বেশ কিছু সিদ্ধান্ত নতুন করে ভেবে দেখতে হবে এবং প্রয়োজন সিদ্ধান্ত বদলাতে হবে। আপনার স্বভাব বিরোধী আগ্রাসী মনোভাব আখেরে লাভ পাবেন। সন্তানের কৃতিত্বে আপনি খুশি হবেন। শনিবারে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। পরিবারিক সমস্যা থাকবে, স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। এমনকি বাড়ির বড়দের সঙ্গেও একই সমস্যা হতে পারে। পারিবারিক বিষয় নিয়ে শুধু এই সপ্তাহ নয় গোটা মাসই চিন্তায় থাকবেন। সন্তানরা চিন্তার কারণে হবে। তাদের কার্যকলাপে নজর রাখতে হবে এবং প্রয়োজনে তাদের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে কিংবা তাদের কাউনসেলিং করতে হবে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- মঙ্গল ও বুধবার বাড়িতে সমস্যা তৈরি হতে পারে। এমনকি পরোপকারী কাজ করেও ভর্ত্সনা জুটতে পারে। বৃহস্পতি ও শুক্রবার নিজের জন্য সময় বার করতে পারবেন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
চাকরী ও ব্যবসা- ব্যস্ততা তুঙ্গে থাকবে। যারা নতুন চাকরী খুজছেন তারা ইনটারভিউয়ের কল পেতে পারেন। মনের মতো চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীদের পক্ষে আর্থিক লাভের যোগ রয়েছে।
শিক্ষা- কঠোর পরিশ্রম করতে হবে। অন্যান্য বিষয়ে জানার আগ্রহ তৈরি হবে। তবে বাবা-মা কিংবা শিক্ষকের মন্তব্যে পড়ুয়াদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্বাস্থ্য- পুরোনো রোগব্যধি নতুন করে চাগাড়ে দিয়ে উঠতে পারে।
প্রেম– প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। বৈবাহিক জীবনেও সমস্যা তৈরির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহে?
বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
(ছবি সৌ: Pixabay)