নববর্ষ ও সপ্তাহন্ত এক সাথে পড়ে যাওয়ায় ছোটখাটো আউটিং সেরে ফেলেছেন অনেকেই। ছুটিয়ে কাটিয়ে এবার ব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটির হ্যাংওভার ও মনডে ব্লুজ কে সঙ্গে নিয়েই প্রচণ্ড গরমে শুরু হচ্ছে এই সপ্তাহ। এদিকে এরই মধ্যে স্থান বদল করেছে রাহু, কেতু ও বৃহস্পতি। এই স্থান পরিবর্তন আপনার রাশির ওপর কতটা প্রভাব ফেলবে কেমন যাবে গোটা সপ্তাহ জেনে নিন-
মকর(ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯)
Capricorn (December 22-January 19)
মকর রাশিতে শনির অবস্থান পরিবর্তনের প্রভাব পড়বে। অকারণে মানসিক অশান্তি বাড়বে। তবে নিজের ওপর ভরসা রাখলে অপ্রীতিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজ হবে। আধুনিক সাজ সরঞ্জামের ব্যয়ের সম্ভাবনা রয়েছে। লক্ষ্যে পৌঁছতে বাঁধার সম্মুখিন হতে হবে। পারিবারিক বিবাদ কষ্টের কারণ হতে পারে।
কেমন হবে সপ্তাহের দিনগুলি- মঙ্গল ও বুধবার অর্থ যোগ রয়েছে। আটকা পড়ে থাকা ধন সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। মন ভাল থাকবে এবং সন্তানের সাহায্যে কঠিন সময় কাটিয়ে ওঠা সহজ হবে। বৃহস্পতিবার ও শুক্রবার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ গতি পাবে। প্রয়োজনে সাহায্য পাবেন।
চাকরি ও ব্যবসা- অফিসে অত্যাধিক কাজ করতে হতে পারে।
শিক্ষা- কঠোর পরিশ্রম করতে হবে পাশাপাশি বড়দের সকলকে সম্মান করে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
স্বাস্থ্য- ত্বকের সমস্যা ভোগাতে পারে। ত্বকে গোটা বেরোতে পারে।
প্রেম– নতুন প্রেম প্রস্তাব পাবেন। ইতিমধ্যেই যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্কে ভাল সময় আসবে। সম্পর্ক গাঢ় হবে।
আরও পড়ুন:
মেষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
বৃষ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কর্কট রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
সিংহ রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
কন্যা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
তুলা রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
বৃশ্চিক রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
ধনু রাশির জাতকদের জন্য কেমন হবে এই সপ্তাহ?
(ছবি সৌ: Pixabay)